Anushka Yadav

বিয়ের পরেও তেজপ্রতাপের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বন্ধুর বোন! কে এই রহস্যময়ী অনুষ্কা?

লালুপ্রসাদ যাদব , তেজপ্রতাপ নিয়ে আলোচনার মধ্যেই উঠে এসেছে অনুষ্কা প্রসঙ্গও। কে এই অনুষ্কা, তা নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজিও শুরু করেছেন অনেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২০:০২
Who is this Anushka Yadav, with whom Lalu Prasad Yadav\\\\\\\'s son Tej Pratap is associated

(বাঁ দিকে) তেজপ্রতাপ যাদব এবং অনুষ্কা যাদব (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৪ মে-র আগে তিনি ছিলেন না কোনও খবরের শিরোনামে। কিন্তু সে দিন সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটা ছবি পাল্টে দেয় অনেক কিছু। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপের সঙ্গে তাঁর একটা ছবি এখন আলোচনার বিষয়। প্রশ্ন উঠছে লালু-পুত্রের সঙ্গে কে ওই রহস্যময়ী নারী! অনুষ্কা যাদব নামে ওই মহিলাকে নিয়ে চলছে চর্চা।

Advertisement

শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে তেজপ্রতাপ এবং অনুষ্কার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই পোস্টে দাবি করা হয়, অনুষ্কার সঙ্গে লালুপুত্রের ১২ বছরের সম্পর্কের বিষয়টি। ওই পোস্ট নিয়ে আলোচনার মধ্যেই রবিবার লালু জানান, তাঁর বড় ছেলে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বহিষ্কার করা হচ্ছে। ছবি বিতর্কের জেরেই কি বড় ছেলেকে ‘ঘাড়ধাক্কা’ দিলেন লালু? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও তেজপ্রতাপ জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছিল। ওই পোস্টটি তিনি লেখেননি। সরিয়েও দিয়েছেন পোস্টটি। অনেকের দাবি, তেজপ্রতাপের ওই যুক্তিতে চিঁড়ে ভেজেনি। পুত্রের কীর্তিতে পরিবার এবং দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই তেজপ্রতাপের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন লালু! তবে এই ব্যাপারে লালু সরাসরি কোনও মন্তব্য করেননি।

লালু, তেজপ্রতাপ নিয়ে আলোচনার মধ্যেই উঠে এসেছে অনুষ্কা প্রসঙ্গও। কে এই অনুষ্কা, তা নিয়ে ইন্টারনেটে বিস্তর খোঁজাখুঁজিও শুরু করেছেন অনেকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুষ্কা পটনার লঙ্গরটোলির বাসিন্দা মনোজ যাদবের কন্যা। তাঁর দাদা আকাশ যাদব। তেজপ্রতাপের হাত ধরেই একসময় আরজেডিতে এসেছিলেন আকাশ। এমনকি, তাঁকে আরজেডির ছাত্র শাখার সভাপতিও করে দিয়েছিলেন তেজপ্রতাপ।

তেজের এই সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে বিস্তর অশান্তিও হয়। আকাশকে এ ভাবে আরজেডির ছাত্র শাখার সভাপতি করাকে ভাল ভাবে নেননি দলের তৎকালীন রাজ্য সভাপতি জগদানন্দ সিংহ। প্রতিবাদ করেন। তৎক্ষণাৎ আকাশকে সরিয়ে আরজেডির ছাত্র শাখার সভাপতি করে দেন গগন যাদবকে। এই নিয়ে তেজপ্রতাপের সঙ্গে ঝামেলাও হয় তাঁর। সেই সময়ই আকাশ আরজেডি ছেড়ে পশুপতি পারসের আরএলএসপি-তে যোগ দেন। তাতে আরও রেগে যান তেজপ্রতাপ। জগদানন্দকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এমনকি, ভাই তেজস্বী এবং মা রাবড়ী দেবীর কথা শোনেননি তেজ। রেগে গিয়ে আরজেডি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হয় লালুকে।

শনিবার তেজের ফেসবুক প্রোফাইল থেকে অনুষ্কার সঙ্গে তাঁর ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের বিবরণীতে লেখা হয়, ‘‘আমি তেজপ্রতাপ যাদব। ছবিতে আমার সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে, তাঁর নাম অনুষ্কা যাদব। আমরা দু’জন দু’জনকে ১২ বছর ধরে চিনি এবং একে অপরকে ভীষণ ভালবাসি। এই গোটা সময় ধরে আমরা সম্পর্কে রয়েছি।’’ এই পোস্ট ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তোলেন, বিয়ের পরেও কি পুরনো সম্পর্ক ভাঙেননি তেজ? উল্লেখ্য, ২০১৮ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তেজের। যদিও তা বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদ মামলা চলছে আদালতে। সেই আবহেই অনুষ্কার সঙ্গে নাম জড়াল তেজের। তবে অনুষ্কার পরিবারের সম্পর্কে তথ্য মিললেও তাঁর শিক্ষা বা চাকরি বা ব্যবসা সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন