Gang Rape in Udaipur

চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণ, মারধর, কাজ সেরে বাড়ি ফেরার পথে লিফ্‌ট চেয়ে বিপত্তি!

প্রতাপগড়ে বিশেষ কাজে গিয়েছিলেন তিনি। রাত ৯টা নাগাদ কাজ শেষ করে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনও যান না পেয়ে একটি গাড়ি থামিয়ে লিফট চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩
চলন্ত গাড়িতে মহিলাকে ধর্ষণের অভিযোগ।

চলন্ত গাড়িতে মহিলাকে ধর্ষণের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৪০ বছরের মহিলা। অভিযোগ, পথে তাঁকে লিফ্‌ট দেওয়ার নাম করে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয়েছে। রাজস্থানের উদয়পুরের ঘটনা। প্রতাপগড় থানায় গণধর্ষণ, অপহরণ, মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

থানায় অভিযোগ করে নির্যাতিতা জানিয়েছেন, বুধবার প্রতাপগড়ে বিশেষ কাজে গিয়েছিলেন তিনি। রাত ৯টা নাগাদ কাজ শেষ করে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনও যান না পেয়ে একটি গাড়ি থামিয়ে লিফ্‌ট চান। সেই গাড়িতে ছিলেন চার জন। নির্যাতিতার বয়ান থেকে জানা গিয়েছে, তাঁর গন্তব্য এসে গেলেও গাড়ি থামাননি ওই চার জন। অভিযোগ, চলন্ত গাড়িতেই পিছনের আসনে বসা দু’জন ধর্ষণ করেন মহিলাকে।

এর পরে একটি কলেজের কাছে গাড়ি থামিয়ে নির্যাতিতাকে গাড়িতে সওয়ার চার জন মারধর করেন বলে অভিযোগ। শেষে একটি পরিত্যক্ত জায়গায় তাঁকে ফেলে চলে যান অভিযুক্তেরা। নির্যাতিতার অভিযোগ, মাথায় আঘাত লাগার কারণে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে ওই কলেজের নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চান। সেই রক্ষী তাঁকে জল খাইয়ে সাময়িক ভাবে সুস্থ করেন। এর পর কাছের একটি হোটেলে গিয়ে থানায় খবর দেন নির্যাতিতা। পুলিশ এসে তাঁকে হাসপাতালে ভর্তি করায়। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন