ওড়িশায় মহিলা বিডিও-কে হেনস্থা বিজেপি নেতা ও তাঁর দলবলের। ছবি: সংগৃহীত।
অফিসে ঢুকে মহিলা বিডিও-কে হেনস্থার অভিযোগ উঠল বিজেপি নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ওড়িশার কেন্দ্রাপাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, তিলোত্তমা পৃষ্টি নামে ওই বিডিও-কে ঘিরে ধরে হেনস্থা করেছেন স্থানীয় বিজেপি নেতা তথা ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী ললিতকুমার বেহেরা ও তাঁর সমর্থকেরা। রীতিমতো শাসানোও হয়েছে ওই আধিকারিককে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার রাজনগরে ঘটনাটি ঘটেছে। সে সময় নিজের অফিসে কাজে ব্যস্ত ছিলেন রাজনগরের বিডিও তিলোত্তমা। আচমকা অফিসে ঢুকে পড়েন ললিতকুমার এবং তাঁর দলবল। অভিযোগ, বিজেপি নেতার সঙ্গে ৪০ জনেরও বেশি কর্মী ও সমর্থক ছিলেন। তাঁরা তিলোত্তমাকে ঘিরে ধরে কিছু অবৈধ বিল অনুমোদনের জন্য তাঁকে চাপ দেওয়ার চেষ্টা করেন। বিডিও তাঁদের বোঝানোর চেষ্টা করেন যে, উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ কেবল সরকারি নির্দেশিকা মেনে এবং যাচাই প্রক্রিয়ার পরেই অনুমোদিত হবে। তাতে নেতা ও তাঁর সঙ্গীরা উত্তেজিত হয়ে পড়়েন। দু’পক্ষে বচসা শুরু হয়ে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম), বিডিও-র ডেস্ক থেকে একটি কম্পিউটার মনিটর তুলে তাঁর দিকে ছুড়তে উদ্যত হয়েছেন বিজেপি নেতা। কোনও মতে তাঁকে থামিয়ে তাঁর হাত থেকে মনিটরটি কেড়ে নিচ্ছেন তাঁর সমর্থকেরা। এর পরেই কেন্দ্রাপাড়ার জেলাশাসক রঘুরাম আইয়ার এবং ঊর্ধ্বতন কর্তাদের ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান তিলোত্তমা। জেলাশাসকের কথায়, ‘‘রাজনগরের বিডিও লিখিত অভিযোগের মাধ্যমে আমাকে ঘটনাটি জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তদন্ত শুরু হয়েছে।’’ অন্য দিকে, মহিলা আধিকারিকের উপর হামলার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়েছেন বিডিও অফিসের কর্মীরা। ঘটনায় সরব হয়েছে কংগ্রেস এবং বিজেডি। যদিও এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।