Grok AI

‘গ্রোক’ নিয়ে এক্সের জবাব উপযুক্ত নয়, সুনির্দিষ্ট পদক্ষেপের তালিকা তলব তথ্যপ্রযুক্তি মন্ত্রকের

সংবাদসংস্থা সূত্রে খবর, এক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের আইন ও নির্ধারিত নীতিগুলিকে সম্মান করে সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০১:৫৩
এলন মাস্ক।

এলন মাস্ক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যম এক্সের কাছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক জানতে চেয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোক’ এবং এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের ফলে অশ্লীল ও যৌন উস্কানিমূলক বিষয়বস্তু প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধনকুবের এলন মাস্কের সংস্থার জবাব ‘বিস্তারিত’ হলেও তা ‘উপযুক্ত’ নয় বলেই মনে করছে সরকার।

Advertisement

পিটিআই সংবাদসংস্থা সূত্রে খবর, এক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের আইন ও নির্ধারিত নীতিগুলিকে সম্মান করে সংস্থা। বিতর্কিত ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়বস্তুগুলিকে সরানোর জন্য কঠোর নীতির তালিকা তুলে ধরা হয়েছে। সংস্থা আরও জানিয়ে‌ছে, তাদের প্লাটফর্মের জন্য ভারত অন্যতম বড় বাজার।

তবে মাস্কের সংস্থার দেওয়া জবাবে ছিল না, অশ্লীল বিষয়বস্তু সরানোর তালিকা ও ভবিষ্যতে অশ্লীল বিষয়বস্তু আটকাতে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা। সেই সমস্ত তথ্য অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন