BJP MLA Ranbir Singh Pathania

‘অপারেশন সিঁদুরের সময় ঘুমোচ্ছিল এরা’! বায়ুসেনার বিরুদ্ধে বিজেপি বিধায়কের কুমন্তব্যের অভিযোগ

জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়ক রণবীর সিংহ পঠানিয়ার অভিযোগ, অপারেশন সিঁদুর এবং তার প্রতিক্রিয়ায় পাক হামলার সময় বায়ুসেনা ঘুমোচ্ছিল!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২১:৩২
Youth Cong holds protests against Jammu and Kashmir MLA Ranbir Singh Pathania for purported remark against Indian Air Force

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠল জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়ক রণবীর সিংহ পঠানিয়ার বিরুদ্ধে। যা নিয়ে শুক্রবার উত্তেজনা ছড়িয়েছে রাজনীতিতে। জম্মু ও দিল্লিতে রণবীরের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে যুব কংগ্রেস।

Advertisement

উধমপুর (পূর্ব) কেন্দ্রের বিধায়ক রণবীরের কেন্দ্রের একটি বায়ুসেনার ঘাঁটির কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে স্থানীয়দের একাংশের সম্প্রতি বিবাদ বেধেছে। অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভে যোগ দিয়ে বায়ুসেনাকে নিশানা করেন বিজেপি বিধায়ক। তিনি অভিযোগ করেন, অপারেশন সিঁদুর এবং তার প্রতিক্রিয়ায় পাক হামলার সময় বায়ুসেনা ঘুমোচ্ছিল! যদিও রণবীর শুক্রবার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমার মন্তব্য বিকৃত করা হয়েছে।’’

অভিযোগ ওই সভায় রণবীর বলেন, ‘‘অপারেশন সিঁদুরের সময় কী হয়েছিল সকলে জানেন। হামলার সময় ঘুমোচ্ছিল। এরা সব অপদার্থ।’’ সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই জম্মু এবং দিল্লিতে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। দিল্লি যুব কংগ্রেসের সভাপতি অক্ষয় লাকড়া বলেন, ‘‘এর আগে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কর্নেস সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলেছিলেন। এই বিজেপি নেতারা দেশের আসল বিশ্বাসঘাতক। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বরখাস্ত করা উচিত। রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা উচিত।’’

­­­­

Advertisement
আরও পড়ুন