shaving tips

দাড়ি কামানোর সময়ে ত্বকের সমস্যা, ৩ কৌশলে ত্বক থাকবে জেল্লাদার

দাড়ি কামানোর পরে অনেকেরই অ্যালার্জি হয়। আবার কারও ক্ষেত্রে সহজেই কেটে-ছড়ে যায়। নিয়মিত কয়েকটি কৌশল অনুসরণ করলে সমস্যার সমাধান হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৮:৪৪
3 must know skin prep tips for the smoothest shave ever

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

দাড়ি কামানোর সময় কাটা-ছড়া লেগেই থাকে। সমস্যার সমাধানে ভাল ক্ষুর বা সাবান যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন ত্বকের যত্ন। কিন্তু অনেকেই তা করেন না। ফলে দাড়ি কামানোর পর ত্বকে অ্যালার্জি দেখা দেয়। নানা ধরনের সমস্যা হয়। ৩টি কৌশলে দাড়ি কামানোর পরেও ত্বক থাকবে চকচকে।

Advertisement

১) গরম জল এবং হালকা ফেসওয়াশ দিয়ে সঠিক ভাবে মুখ পরিষ্কার করলে দাড়ি কামানোর জন্য একটি পরিষ্কার বেস তৈরি হয়। এটি ত্বকের তেল, ময়লা এবং সারা দিন জমে থাকা ধুলো মুছে দেয়। গরম জল ত্বক ও দাড়ি নরম করে, ফলে মুখে ক্ষুর চালাতে কষ্ট হয় না।

২) বাজারে এখন ‘প্রি-শেভ অয়েল’ সহজলভ্য। কয়েক ফোঁটা এই তেল ত্বক এবং ক্ষুরের মাঝে একটি সুরক্ষার স্তর তৈরি করে, যা ঘর্ষণ ও জ্বালাভাব কমায়। এ ক্ষেত্রে হোহোবা বা আঙুরের বীজ থেকে তৈরি তেল হালকা হয়। চটচটে ভাব থাকে না।

৩) জল এবং আর্দ্রতা হল মসৃণ ভাবে দাড়ি কামানোর মূল রহস্য। যখন দাড়ির রোমে জল শোষিত হয়, তখন তা নরম হয়ে যায় এবং সহজে কামানো যায়। তাই স্নানের পর দাড়ি কাটার আদর্শ সময় বলে মনে করেন অনেকেই। অন্য সময়ে দাড়ি কামানোর আগে গাল হালকা গরম জলে ধুয়ে নেওয়া উচিত। তার ফলে ক্ষুর চালানো সহজ হবে। কাটা-ছড়ার ঝুঁকিও কমবে।

Advertisement
আরও পড়ুন