hair care with milk

দুধ দিয়ে চুলের যত্ন নিন, চুল হবে নরম, ফিরবে স্বাস্থ্যও, রইল ৩টি পদ্ধতি

দুধে থাকা নানা উপাদান ত্বক, চুল ভাল রাখতে সাহায্য করে। পেলব ত্বকের জন্য দুধে স্নান করানো হত রাজা-রানিদেরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত।

দুধ দিয়ে স্নান করানোকে বাড়তি যত্ন এবং বাড়তি পরিচর্যা হিসাবে দেখা হয় বহু যুগ ধরে। তার কারণও আছে। দুধে থাকা নানা উপাদান ত্বক, চুল ভাল রাখতে সাহায্য করে। পেলব ত্বকের জন্য দুধে স্নান করানো হত রাজা-রানিদেরও। তবে এ যুগে দুধ দিয়ে আপনি চুলের যত্নও নিতে পারেন। রইল তিনটি প্রণালী।

Advertisement

১। দুধ এবং মধু

এক কাপ কাঁচা দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে তা চুলে এবং মাথার ত্বকে ভাল ভাবে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিচ রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

২। দুধ এবং কলা

খেতে যতই ভাল লাগুক, খেয়ে ফেললে চলবে না। দুধ এবং কলা চটকে মিশিয়ে মাথায় মাখতে হবে। ১ কাপ দুধের সঙ্গে একটি পাকা কলা ভাল ভাবে চটকে মিশিয়ে নিন। দরকার হলে মিক্সিতে বেটে নিতেও পারেন। তার পরে ওই মিশ্রণ মাথার ত্বক এবং চুলে লাগিয়ে রেখে দিন আধ ঘণ্টা। ঈষদুষ্ণ জলে ধুয়ে তার পরে শ্যাম্পু করে নিন।

৩। দুধ এবং ডিম

এক কাপ দুধের সঙ্গে একটি ডিমের কুসুম মিশিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। তার পরে সেই মিশ্রণ ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে দিন চুল এবং মাথার ত্বকে। সাধারণ জলে ধুয়ে শ্যাম্পু করে নিন।

কী কী উপকার?

১। দুধ চুলকে ময়েশ্চারাইজ় করতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতেও সাহায্য করে।

২। চুলে প্রয়োজনীয় আর্দ্রতা জুগিয়ে তাতে স্বাস্থ্যোজ্জ্বল্যও আনবে দুধ।

৩। চুলে প্রোটিন জুগিয়ে চুলকে গোড়া থেকে শক্ত করতে পারে দুধ।

৪। দুধে রয়েছে প্রাকৃতিক কন্ডিশনার, যা চুলকে ঝলমলে দেখাতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন