Winter Make Up Tips

রূপটানে সকলের নজর কাড়তে চান পার্টি বা নিমন্ত্রণে? ৫ কৌশল মাথায় রাখলেই কিস্তিমাত

শীতের পার্টি হোক বা নিমন্ত্রণ— সঠিক রূপটানের ছোঁয়া যেমন সুন্দর করে তোলে, তেমনই অপটু হাতের কাজ সৌন্দর্যকে নষ্ট করতেও পারে। রূপটানে সকলের নজর কাড়তে মাথায় রাখুন ৫ কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২২
অভিনেত্রী জাহ্নবী কপূরের মতো নজরকাড়া হতে চাইলে কী ভাবে রূপটান করবেন?

অভিনেত্রী জাহ্নবী কপূরের মতো নজরকাড়া হতে চাইলে কী ভাবে রূপটান করবেন? ছবি: ইনস্টাগ্রাম।

মুখের আদল বা ত্বক অনেকেরই সুন্দর হয় না। ছোটখাটো খুঁত সকলেরই থাকে। রূপটান হল সেই খুঁতকে নিখুঁত করে ঢেকে দিয়ে সুন্দর করে তোলা। তবে রূপটানকে শুধু খুঁত ঢাকার প্রয়াস বলা ভুল, বরং এটি একটি শিল্প, যা আয়ত্ত করতে যথেষ্ট এলেম লাগে।

Advertisement

শীতের পার্টি হোক বা নিমন্ত্রণ, সঠিক রূপটানের ছোঁয়া যেমন কাউকে সুন্দর করে তোলে, তেমনই অপটু হাতের কাজ সৌন্দর্যকে নষ্ট করতেও পারে। রূপটানে সকলের নজর কাড়তে মাথায় রাখুন ৫ কৌশল। তা সঠিক ভাবে অনুসরণ করলে, পার্টির মধ্যমণি হয়ে উঠতে পারবেন আপনিও।

১। মেকআপ সুন্দর করে তুলতে চাইলে ত্বকের প্রস্তুতি অত্যন্ত জরুরি। মুখ হল ক্যানভাস! ত্বক যদি শুষ্ক থাকে, মুখে রোম থাকে, তা হলে মুখে ফাউন্ডেশন বসবে না। আবার প্রসাধনী ত্বকের সঙ্গে সঠিক ভাবে মিলিয়ে দিতে না পারলে সাদা ছোপ হয়ে ফুটে বিশ্রী দেখাবে। তাই মুখে অবাঞ্ছিত, অতিরিক্ত রোম থাকলে সেগুলি ফেশিয়াল রেজার দিয়ে পরিষ্কার করে নিন। পর্যাপ্ত জল পান করলে ত্বক আর্দ্র থাকে। পাশাপাশি মেকআপ করার আগে ময়েশ্চারাইজ়ার ব্যবহার জরুরি।

২। মুখের ত্বকের রং যে সর্বত্র একই হয় তা নয়। কারও চোখের নীচে, কারও চোখের চারপাশে কালচে ভাব থাকে। আবার ব্রণ, ফুস্কুড়ি থেকেও কারও ত্বকে দাগ হয়ে যায়। মেকআপ করার আগে মুখের অসমান বর্ণ কনসিলার বা কালার কারেক্টার দিয়ে ঢেকে ফেলা দরকার। তার পরে ত্বকের উপযোগী প্রাইমার ব্যবহার করলে মুখ দেখাবে মসৃণ, সুন্দর।

৩। লিপস্টিকের জন্যও ঠোঁটের প্রস্তুতি জরুরি। শীতের দিনে ঠোঁট শুকিয়ে যায়। কারও ঠোঁটে ছাল উঠে থাকে। এর উপরে যতই লিপস্টিক দেওয়া হোক, মানানসই হয় না মোটেই। তাই মেকআপ শুরুর সময়েই বেশি করে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে বুলিয়ে নিন। লিপস্টিক ব্যবহারের আগে সুতির কাপড় দিয়ে তা মুছে ফেলুন। এতে ছাল, আলগা মরা কোষ উঠে যাবে। ইদানীং লিকুইড লিপস্টিক পাওয়া যায় যা সহজে ওঠে না। তবে ঠোঁট বেশি শুষ্ক হলে লিপস্টিকের উপর লিপ গ্লস বুলিয়ে নিতে পারেন।

৪। পোশাকের সঙ্গে মিলিয়ে আইলাইনারের টান দিতে হবে। অনেকের মুখে উইংড আইলাইনার ভাল লাগে। অনেকের চোখ আবার অপেক্ষাকৃত ছোট হয়। সে ক্ষেত্রে বেশি মোটা আইলাইনার ভাল লাগে না। চোখের ধরন, পোশাকের সঙ্গে মিলিয়ে আইলাইনারের টান দিতে হবে।

৫। শীতের দিনে মেকআপ করতে ক্রিম জাতীয় ব্লাশ, আইশ্যাডো বেছে নিতে পারেন। বিশেষত ত্বকের ধরন রুক্ষ হলে ক্রিম জাতীয় প্রসাধনী মুখের জন্য বিশেষ উপযোগী হতে পারে।

Advertisement
আরও পড়ুন