DIY toner

গরমে ব্রণর সমস্যা ভোগাচ্ছে? সমাধান করতে পারে ঘরোয়া টোনার, কী ভাবে বানাবেন?

গ্রীষ্মকালে ত্বকের সমস্যা দূর করতে বাজার চলতি নানা টোনার ব্যবহার করতেই পারেন। কিন্তু তাতেও থাকে রাসায়নিকের ভয়। তাই চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন টোনার। কী ভাবে বানাবেন জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ২০:২৫

ছবি : সংগৃহীত।

গরমে ত্বককে ঠান্ডা রাখতে পারে টোনার। পাশাপাশি যে ত্বকের রন্ধ্রে ধুলো-বালি এবং ঘাম জমে ব্যাকটেরিয়ার সমস্যা তৈরি হয় এবং ব্রণ হয়, সেই রন্ধ্র পথের মুখও বন্ধ রেখে ত্বকে টানটান রাখতে সাহায্য করে টোনার। গ্রীষ্মকালে ত্বকের সমস্যা দূর করতে বাজার চলতি নানা টোনার ব্যবহার করতেই পারেন। কিন্তু তাতেও থাকে রাসায়নিকের ভয়। তাই চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন টোনার। কী ভাবে বানাবেন জেনে নিন।

Advertisement

উপকরণ: আধ কাপ গোলাপ জল

১০ ফোঁটা টি ট্রি অয়েল

১/৪ কাপ অ্যালো ভেরা জেল

প্রণালী: অ্যালোভেরার জেল মিক্সিতে দিয়ে ভাল ভাবে ঘুরিয়ে রস পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন। এবার একটি বোতলে ওই রস, গোলাপ জল এবং টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে ভাল ভাবে ঝাঁকিয়ে নিন। স্প্রে বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

ব্যবহার: বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করার পরে ত্বকে স্প্রে করুন। অথবা তুলোয় ভিজেয়ে মুখে লাগান। টোনার মুখে শুকিয়ে গেলে তার পরে ব্যবহার করুন আপনার ময়েশ্চারাইজ়ার।

উপকার: এই টোনারে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান। পাশাপাশি এটি প্রদাহ নাশেও সহায়ক। যা রোদ এবং গরমের অস্বস্তি থেকে ত্বককে মুক্তি দেবে। অ্যালোভেরা ত্বককে ভিতর থেকে পুষ্টি জুগিয়ে ভাল রাখবে।

Advertisement
আরও পড়ুন