Watermelon Seed Oil

চুল নরম হবে তরমুজের বীজ থেকে তৈরি মাস্কে! কী ভাবে বানাবেন? কী কী উপকার?

তরমুজের বীজের তেল শুধু চুলের স্বাস্থ্যই ভাল রাখে না, চুলকে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে, চুল পড়া কমায়, চুলের গোড়াও মজবুত করে। চাইলে তা বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই তেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ২০:৩৪

ছবি : সংগৃহীত।

তরমুজ খেয়ে কি বীজ ফেলে দেন? ওই বীজ দিয়েই বানিয়ে নিতে পারেন তেল। যা চুলের জন্য উপকারী। তরমুজের বীজের তেল শুধু চুলের স্বাস্থ্যই ভাল রাখে না, চুলকে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে, চুল পড়া কমায়, চুলের গোড়াও মজবুত করে। তরমুজের বীজের তেল বাজারে কিনতে পাওয়া যায়। তবে চাইলে তা বাড়িতেও বানিয়ে নিতে পারেন।

Advertisement

কী ভাবে বানাবেন তরমুজের বীজের তেল?

১। প্রথমে তরমুজের বীজ ভাল ভাবে ধুয়ে হাওয়ায় শুকিয়ে নিন। অথবা শুকনো কড়াই আঁচে বসিয়ে তাতে নেড়ে নিন। তাতেও বীজ সম্পূর্ণ শুকিয়ে যাবে।

২। বীজের উপরের অংশ বা খোলা ছাড়িয়ে তরমুজের বীজ পাউডারের মতো মিহি করে গুঁড়িয়ে নিন।

৩। এবার ওতে সামান্য জল দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটি মসলিনের নরম কাপড়ে মিশ্রণটি ঢেলে চাপ দিয়ে তেল বার করুন।

৪। একটি পাত্রে নারকেল তেল সামান্য গরম করে ছেঁকে নেওয়া তরল তার মধ্যে মিশিয়ে নিন। হালকা নাড়াচাড়া করে একটি কাচের পাত্রে ঢেলে রাখুন।

কী ভাবে মাথায় ব্যবহার করবেন?

তরমুজের বীজের তেলের সঙ্গে দই, মধু, অ্যালোভেরা অথবা তরমুজের শাঁস চটকে তা মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে মেখে রেখে দিন ৩০ মিনিট। তার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

কী কী উপকার?

১। শুষ্ক চুলে আর্দ্রতা জোগাতে উপযোগী তরমুজের বীজের তেল।

২। এই তেলে রয়েছে চুলের স্বাস্থ্যের জন্য জরুরি ভিটামিন এবং মিনারেল। যা চুলের গোড়া মজবুত করে। চুল পড়া কমায়।

৩। মাথার ত্বকের শুষ্ক ভাবের জন্য খুশকির সমস্যা হলে, তারও সমাধান করবে এই তেল।

৪। চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে সাহায্য করে তরমুজের বীজের তেল।

Advertisement
আরও পড়ুন