Chin hair problem

থুতনিতে অবাঞ্ছিত রোম দূর হবে একটি চায়ে! কী ভাবে বানাবেন?

জরায়ুর সমস্যা, হরমোনের সমস্যা এমনকি, অন্য শারীরিক সমস্যা থেকে থুতনিতে রোমের অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২০:১৫

ছবি : সংগৃহীত।

থুতনিতে অবাঞ্ছিত রোমের সমস্যায় ভোগেন বহু মহিলাই। এটি কারও কারও ক্ষেত্রে জিনঘটিত সমস্যা থেকে হতে পারে। তবে অনেকের ক্ষেত্রেই জরায়ুর সমস্যা, হরমোনের সমস্যা এমনকি, অন্য শারীরিক সমস্যা থেকে থুতনিতে রোমের অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে।

Advertisement

কী কারণে থুতনিতে অবাঞ্ছিত রোমের সমস্যা হতে পারে?

১। পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে, ঋতুচক্র অনিয়মিত হলে এই ধরনের সমস্যা হতে পারে।

২। শরীরে যদি ইনসুলিনের মাত্রা বেশি থাকে, তবে জরায়ু অনেক বেশি অ্য়ান্ডোজেন তৈরি করে। যা চুলের অস্বাভাবিক বৃদ্ধি ঘটাতে পারে।

৩। শরীরে অতিরিক্ত মেদ জমলে হরমোনের ভারসম্যের সমস্যা হতে পারে। তা থেকেও অ্যান্ডোজেন বাড়তে পারে

৪। মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব হলেও হরমোনের ভারসম্য নষ্ট হতে পারে। সেক্ষেত্রে অ্যান্ডোজেনের মাত্রা বাড়তে পারে।

তবে এক বিশেষ ধরনের চা নিয়মিত খেলে অবাঞ্ছিত রোমকে বিদায় জানানো সম্ভব।

কী ভাবে বানাবেন ওই চা?

উপকরণ: ১ চা চামচ মেথি দানা

এক চিমটে দারচিনি গুঁড়ো

৪-৫টি পুদিনা পাতা

১ চা চামচ চা পাতা

প্রণালী: ৪০০ মিলিলিটার জলে মেথি দানা, দারচিনির গুঁড়ো দিয়ে জল ফুটতে দিন। ফুটে উঠলে আঁচ বন্ধ করে ওর মধ্যে দিন পুদিনা এবং চা পাতা। এর পরে পাত্রের মুখ ঢেকে রেখে দিন ৩-৪ মিনিট। এটি নিয়মিত খেলে হরমোনের ভারসম্য বজায় থাকবে। মুখের অবাঞ্ছিত রোম দূর হবে।

Advertisement
আরও পড়ুন