Alia Bhatt and Ranbir Kapoor

পোশাকে রংমিলান্তি, আদর জৈনের বিয়েতে কেমন সাজে এলেন আলিয়া এবং রণবীর?

দেওরের বিয়ের মূল অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়ি। স্ত্রীর সাজপোশাকের সঙ্গে পাল্লা দিতে রণবীর হেঁটেছেন একেবারে উল্টো পথে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮
Alia Bhatt and Ranbir Kapoor

আদরের বিয়েতে হাজির আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে এখন সাজ সাজ রব। উপলক্ষ, রাজ কপূরের দৌহিত্র অভিনেতা আদর জৈন এবং আলেখা আডবাণীর বিয়ে। প্রায় সপ্তাহখানেক ধরে চলছে বিয়ের নানা অনুষ্ঠান। আদরের বিয়েতে দেখা গিয়েছে করিশ্মা, করিনা-সহ কপূর পরিবারের অন্যদের। বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজকেরাও ছিলেন সেখানে। তবে নেটাগরিকদের চোখ ছিল বলিউডের ‘পাওয়ার কাপল’ ‘রণলিয়া’র দিকে।

Advertisement
আলিয়া ভট্ট এবং রণবীর কপূর।

আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

যথাসময়ে অভিনেতা রণবীর কপূরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। দেওরের বিয়ের মূল অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়ি। প্যাস্টেল গোলাপি রঙের সিকুইনের শাড়িতে ছিল শিমারের ছোঁয়া। সঙ্গে ওই একই রঙের হাতকাটা ব্লাউজ়। মানানসই গয়নাও ছিল অঙ্গে। মেকআপের বিষয়ে আলিয়া বরাবরই ছিমছাম। সেই ধারা বজায় রেখে পোশাকের সঙ্গে মানিয়ে সাজেও গোলাপি আভা বজায় রেখেছিলেন তিনি। ঢেউখেলানো চুল ঘাড়ের কাছে নিয়ে আলগা খোঁপা করে রেখেছিলেন আলিয়া।

অভিনেত্রী স্ত্রী আলিয়ার একেবারে হালকা সাজপোশাকের সঙ্গে পাল্লা দিতে রণবীর হেঁটেছেন একেবারে উল্টো পথে। গাঢ় সবুজ রঙের বন্ধগলা শেরোয়ানি, তার উপর ওই রঙের সুতো দিয়েই এমব্রয়ডারি করা। সঙ্গে সাদা রঙের ট্রাউজ়ার্স এবং পায়ে জুতি। এই ছিল তাঁর সাজসঙ্গী। তবে কন্যা রাহার ছবি এখনও প্রকাশ্যে আসেনি। বিয়েবাড়ি উপলক্ষে রণলিয়া তাঁদের খুদেকে কেমন ভাবে সাজিয়েছিলেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন