Skin Care Tips

নিখরচায় ত্বক পরিচর্যা! ফেলে দেওয়া খোসা দিয়ে রূপচর্চার পদ্ধতি শেখালেন শেহনাজ় হুসেন

শেহনাজ়ের মতে মুখের ফোলাভাব কিংবা ত্বকের শুষ্কভাব দূর করতে কলার খোসা একাই যথেষ্ট। মুখ পরিষ্কার করে নিয়ে টাটকা কলার খোসা মুখে ঘষে নিন মিনিট পাঁচেক। খোসার ভিতরের অংশ বাদামি হয়ে গেলে ফেলে দিন। মিনিট পনেরো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেললেই ত্বকে আর্দ্রভাব ফিরে আসবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:৩৮
খরচ ছাড়াই হবে ত্বকের পরিচর্যা।

খরচ ছাড়াই হবে ত্বকের পরিচর্যা। ছবি: সংগৃহীত।

ত্বকের খুঁত রূপটানে ঢেকে দেওয়া যায় ঠিকই, তবে রুক্ষ, শুষ্ক ত্বকে সেই জেল্লা আসে না। ত্বক যত সুন্দর হবে, রূপটানের পর দেখতেও তত ভাল লাগবে। নিয়মিত রূপচর্চায় ত্বকের খুঁত দূর হতে পারে প্রাকৃতিক ভাবেই। আর এ জন্য বেশি খরচেরও দরকার নেই। কলার খোসা দিয়েই হতে পারে দারুণ কাজ।

Advertisement

ভিটামিন এ, সি, পটাশিয়াম ও রকমারি খনিজে পরিপূর্ণ কলা। এতে থাকে প্রচুর ফাইবারও। কলার পুষ্টিগুণের অনেকটাই থাকে তার খোসাতেও। এতে ভিটামিন, খনিজ ছাড়াও থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট। রূপচর্চা শিল্পী শেহনাজ় হুসেনের মতে, ‘‘কারও কারও ত্বকে কলার খোসা দারুণ কাজ করে। তবে কিছু মিশিয়ে মেখে নিলেই হল না, জানতে হবে ব্যবহারের সঠিক নিয়ম। অনেকের ত্বকে আবার কলার খোসা মাখলে র‌্যাশ বেরিয়ে যায়, তাই ত্বকের ধরন বুঝে তবেই ব্যবহার করতে হবে।’’

শেহনাজ়ের মতে মুখের ফোলাভাব কিংবা ত্বকের শুষ্কভাব দূর করতে কলার খোসা একাই যথেষ্ট। মুখ পরিষ্কার করে নিয়ে টাটকা কলার খোসা মুখে ঘষে নিন মিনিট পাঁচেক। খোসার ভিতরের অংশ বাদামি হয়ে গেলে ফেলে দিন। মিনিট পনেরো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেললেই ত্বকে আর্দ্রভাব ফিরে আসবে।

কলার খোসার ফেস মাস্ক

শেহনাজ়ের মতে কলার খোসায় ভিটামিন বি৬, বি১২, জ়িঙ্ক, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান থাকে। ত্বক স্বাস্থ্যকর রাখতে এই সব উপাদানের অতুলনীয়। কলার খোসা দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করাই যায়। শেহনাজ় বলেন, ‘‘অর্ধেকটা কলা টুকরো করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার কলার মিশ্রণে দই, মধু আর সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

শেহনাজ়ের মতে মুখের ফোলাভাব কিংবা ত্বকের শুষ্কভাব দূর করতে কলার খোসা একাই যথেষ্ট।

শেহনাজ়ের মতে মুখের ফোলাভাব কিংবা ত্বকের শুষ্কভাব দূর করতে কলার খোসা একাই যথেষ্ট। ছবি: সংগৃহীত।

কলার খোসার স্ক্রাব

শেহনাজ়ের মতে কলার খোসাকে স্ক্রাব হিসাবে সপ্তাহে ১ বার ব্যবহার করতেই পারেন। রূপচর্চা শিল্পী বলেন, ‘‘কলার খোসা বাটা, মধু, ব্রাউন সুগার আর হলুদ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই স্ক্রাব প্রোটিন, ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামের ভাল উৎস। মুখে এই স্ক্রাব মেখে বেশ কিছু ক্ষণ আলতো হাতে ঘষুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।’’

কলার খোসার আই প্যাচ

কলার খোসা আই প্যাচেরও কাজ করতে পারে, মত শেহনাজ়ের। খোসায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট আর ভিটামিন চোখের তলার বলিরেখা, ফোলাভাব, কালচে ছোপ কমাতে সাহায্য করে। শেহনাজ় বলেন, ‘‘কলার খোসাগুলি চোখের মাপে কেটে নিয়ে ফ্রিজ়ারে রেখে দিন। ঘণ্টা খানেক পর সেটি বার করে চোখের তলায় রেখে দিন মিনিট পনেরোর জন্য। তা হলেই ফল পাবেন মনের মতো।“

Advertisement
আরও পড়ুন