Makeup Tips

গরমেও গলে যাবে না রূপটান, মেকআপের আগে রকুলপ্রীত সিংহের পন্থা মেনে দেখতে পারেন

রকুলপ্রীত সিংহের সৌন্দর্য, সাজপোশাক যথেষ্ট চর্চিত ভক্তমহলে। মেকআপ করার আগে কোনও পন্থা অনুসরণ করেন তিনি, সমাজমাধ্যমে দেখালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৪:১০
রকুলপ্রীতের মতো নিখুঁত রূপটান চান? মেকআপের আগে কোন পন্থা অনুসরণ করেন অভিনেত্রী?

রকুলপ্রীতের মতো নিখুঁত রূপটান চান? মেকআপের আগে কোন পন্থা অনুসরণ করেন অভিনেত্রী? ছবি: সংগৃহীত।

‘দে দে প্যার দে’ ছবিতে দর্শককুলের মন জিতে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। ২০১৯ সালের পর চলতি বছরেই আসছে তার সিক্যুয়েল। এই কয়েক বছরে অভিনেত্রীর কাজের অনুরাগীর সংখ্যাও বেড়েছে। রকুলপ্রীতের অভিনয়, নির্মেদ শরীর, উজ্জ্বল ত্বক, সাজপোশাক নিয়ে সব সময়েই চর্চা থাকে অনুরাগীমহলে। অনেকেই জানতে চান অভিনেত্রীর ‘রূপ’-কথা।

Advertisement

সৌন্দর্য বজায় রাখতে কী করেন বলিউড অভিনেত্রী সেই ভিডিয়ো তুলে ধরেছেন রকুল নিজেই। পেশাগত কারণেই নিয়মিত মেকআপ করতে হয় অভিনেত্রীকে। দিনভর সেই মেকআপ যাতে থাকে, সেই ব্যবস্থাও করতে হয়। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ভাগ করে নেওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক গামলা বরফ জলে মুখ ডুবিয়ে রেখেছেন রকুল, কয়েক সেকেন্ডের জন্য। রকুল জানাচ্ছেন, সকালে মেকআপ করার আগে এই পন্থা মেনে চলেন তিনি।

অতীতেও সাক্ষাৎকারে বরফ জল দিয়ে রূপচর্চার কথা বলেছিলেন তিনি। এ বার ভিডিয়োতে সেটি করে দেখালেন। মেকআপ করার আগে, বরফঠান্ডা জলে মুখ ধুলে কি রূপটান নিখুঁত হয়?

গরমের দিনে কী ভাবে মেকআপ দীর্ঘস্থায়ী করা যায় সেই পরামর্শ দিতে গিয়ে রূপটান এবং রূপচর্চা শিল্পী কেয়া শেঠ জানিয়েছিলেন, মেকআপ শুরুর আগে মুখ ধুয়ে মুখে বরফ বুলিয়ে নেওয়া দরকার। তাঁর পরামর্শ ছিল, জলে তরমুজ বা শসার রস মিশিয়ে তা দিয়ে বরফ জমিয়ে মুখে মাখার।

রকুলপ্রীতের রূপচর্চার পদ্ধতি।

রকুলপ্রীতের রূপচর্চার পদ্ধতি। ছবি: ইনস্টাগ্রাম

রকুলও তাঁর সমাজমাধ্যম অনুগামীদের জানিয়েছেন, মেকআপ করার আগে বেশ কয়েকটি ধাপ মেনে চলেন তিনি। তারই মধ্যে একটি হল বরফ জলে ত্বকের পরিচর্যা।

মুখে বরফ ঘষলে বা বরফ জলে কয়েক সেকেন্ড মুখ ডুবিয়ে রাখলে কী হয়?

বেসরকারি হাসপাতালের ত্বকের চিকিৎসক সুবি কক্করের কথায়, ত্বক বরফ জলের সংস্পর্শে এলে রক্তজালক সঙ্কুচিত হয়ে যায়, এর ফলে মুখের ফোলা ভাব কমে। ত্বকের ছিদ্রমুখ বন্ধ হয় এবং মুখ টানটান হয়ে ওঠে। আবার খানিক পরে ঠান্ডা ভাব কমে গেলে ত্বক ঘরের তাপমাত্রায় চলে এলে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। তখন মুখ অনেক বেশি সতেজ এবং সুন্দর দেখায়।

সতর্কতাও জরুরি

বরফ জলে কিছু ক্ষণ মুখ ডুবিয়ে রাখলে দ্রুত ত্বকের ফোলা ভাব কমানো যায়, জেল্লা ফেরে, তা যেমন ঠিক, তবে সকলের জন্য তা সমান উপকারী নয়। বেশি ক্ষণ ঠান্ডার সংস্পর্শে ত্বকের ক্ষতিও হতে পারে। ত্বকের চিকিৎসক বলছেন, ‘‘ত্বকের ধরন স্পর্শকাতর হলে এই পন্থা এড়িয়ে চলাই ভাল। ঠান্ডা জলের অতিরিক্ত ব্যবহারে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে। দীর্ঘ ক্ষণ ধরে বরফজলে মুখ ডুবিয়ে রাখলে ত্বকের ক্ষতিও হতে পারে।’’ তাই বুঝেশুনে তা ব্যবহার করা দরকার।

Advertisement
আরও পড়ুন