ছকভাঙা সাজে ভারতীয় কনে! ছবি: ইনস্টাগ্রাম।
ভারতীয়দের বিয়ের পোশাকে বিরাট বিবর্তন। বিয়েতে লাল, গোলাপি রঙের লেহঙ্গার পরিবর্তে প্যাস্টেল শেডের পোশাকের দাপট বেশ ক’বছর ধরেই বেড়েছিল। ইতিমধ্যেই বিয়ের পোশাকের রং নিয়ে নানা রকম পরীক্ষানিরীক্ষা শুরু করেছেন নায়িকারা। বিয়েতে আলিয়ার সাদা শাড়ি বা কিয়ারার হালকা গোলাপি রঙের লেহঙ্গা দেখে অনেক কনেই বিয়ের পোশাকে সাদা কিংবা প্যাস্টেল রঙকে গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি নীল রঙের লেহঙ্গা পরে নজর কাড়লেন নববধূ।
বিয়েতে কনেদের নীল রঙটি পরতে খুব বেশি দেখা যায় না। তবে নন্দিনী ঘাই নামে এক তরুণীর বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিয়ের সাজগোজে চেনা ছকের বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছেন নীল রঙের লেহঙ্গা। তরুণীর সাজগোজ নজর কেড়েছে নেটাগরিকদের।
ফাল্গুনি শেন পিককের এই লেহঙ্গা জুড়ে রয়েছে চুমকির কারুকাজ আর পদ্মফুলের নকশা। সিকুইন দিয়ে সজ্জিত পদ্মফুলের নকশা, ফুলের সিকুইন ও বুটির কাজ, পাড়ে ক্রিস্টাল বসানো ট্যাসেল এবং পুরো লেহঙ্গা জুড়ে সূক্ষ্ম ব্রোকেডের কাজ— আর পাঁচটি লেহঙ্গার থেকে একেবারেই আলাদা। এ ছাড়াও, এই পোশাকটির প্রধান আকর্ষণ ছিল ওড়না, যার পাড় জুড়ে ক্রিস্টাল বসানো ট্যাসেল বেশ নজর কেড়েছে।
সম্প্রতি এমনই নীলরঙা লেহঙ্গায় ক্যামেরাবন্দি হয়েছেন তমন্না ভাটিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
সম্প্রতি অলানা পাণ্ডে এবং তমন্না ভাটিয়াকে এ রকম দেখতে নীল রঙের লেহঙ্গায় দেখা গিয়েছে। এই ধরনের লেহঙ্গার দাম মোটামুটি সাড়ে চার লক্ষ টাকার কাছাকাছি। তবে বিয়ের পোশাকে এমন সাহসী পদক্ষেপ এই প্রথম। হবু কনেদের কাছে নিঃসন্দেহে নন্দিনীর বিয়ের পোশাক একটি নতুন ট্রেন্ড তৈরি করল।