Acne

Home Remedy: ব্রণ থেকে মুখে দাগ? বাড়িতে চারটি উপকরণ থাকলেই চলবে

ব্রণ হওয়া বিরক্তিকর। কিন্তু ব্রণ কমে যাওয়ার পরও দাগ থেকে যাওয়া আরও বিরক্তিকর। তা থেকে মুক্তি মিলবে কী ভাবে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ২০:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্রণ হলে এমনিতেই মুখ ভার হয়ে যায়। তা কমানোর জন্য চেষ্টাও থাকে। কেউ চন্দনবাটা লাগান, কেউ বা অন্য কোনও ওষুধ ব্যবহার করেন। কিন্তু ব্রণ শুকিয়ে গেলেও অনেক সময়ে থেকে যায় দাগছোপ। তা আরও মন খারাপ করে দেয়। চেহারা থেকে হারিয়ে যাওয়া জেল্লা কী ভাবে ফেরানো যাবে, তা নিয়েই চলতে থাকে ভাবনচিন্তা।

ঘরে বসেই কিন্তু হতে পারে সমস্যার সমাধান। প্রয়োজন মাত্র চারটি উপকরণ।

Advertisement

কী কী লাগবে ব্রণর দাগ থেকে মুক্তি পেতে?

১) টম্যাটো

২) বেসন

৩) অ্যালো ভেরা জেল

৪) গ্রিন টি

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হেঁশেলের চারটি উপকরণ কী ভাবে ব্যবহার করবেন দাগ দূর করার জন্য?

উপায়টি কঠিন নয়। একটি টম্যাটো ছোট ছোট কুচি করে কেটে নিন। এ বার সেই টম্যাটো কুচিগুলির সঙ্গে এক টেবিল চামচ বেসন, এক চা চামচ অ্যালো ভেরা জেল আর আধ চা চামচ গ্রিন টি মেশান। সব ক’টি উপকরণ একসঙ্গে একটি মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিন। থকথকে একটি পেস্ট তৈরি হবে।

মুখের যে সব জায়গায় ব্রণর দাগ রয়ে গিয়েছে, সেখানে লাগিয়ে নিন মিশ্রণটি। তার পর তা শুকোতে দিন। মুখে প্যাকটি একেবারে শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দু’সপ্তাহ টানা এই প্যাকটি ব্যবহার করুন। ফল মিলবে দ্রুত।

Advertisement
আরও পড়ুন