Skin Care Tips

দশমীতে যত খুশি সিঁদুর খেলুন, আগে ও পরে ত্বকের পরিচর্যার নিয়মটুকু জেনে রাখুন

দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক মিশে থাকে। তাই সিঁদুর খেলার পরে অনেকেরই গালে র‌্যাশ বা ফুস্কুড়ি বেরোতে দেখা যায়। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১২:৩৯
Here are some skincare tips before and after Sindoor Khela during Bijoya Dashami

সিঁদুর খেলার আগে ও পরে ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায় জেনে নিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দশমী মানেই মিষ্টিমুখ আর সিঁদুরখেলা। বিসর্জনের আগে দেবীবরণের পালা। মায়ের বিদায়বেলায় সিঁদুরের রঙে বিষাদের রং খানিকটা ফিকে হয়। সিঁদুরখেলা নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। সিঁদুরে রাঙা হওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। তবে বাজারচলতি সিঁদুর গালে ছোঁয়ানোর পর কী হতে পারে, সেটাও এক বার ভেবে দেখা জরুরি। দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক মিশে থাকে। তাই সিঁদুর খেলার পরে অনেকেরই গালে র‌্যাশ বা ফুস্কুড়ি বেরোতে দেখা যায়। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে।

Advertisement

সিঁদুরে আছে পারদ বা মার্কারি, লেড বা সীসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম-সহ এমন কিছু রাসায়ানিক, যা আমাদের ত্বকের সংস্পর্শে এলে, ত্বকে নানা প্রকার প্রদাহ সৃষ্টি করে। যারা দীর্ঘ দিন ধরে সিঁদুর ব্যবহার করেন তাঁদের ঝুঁকি আরও বেশি। বরণের পরও দীর্ঘ ক্ষণ মুখ থেকে সিঁদুর না ধোয়া হলে মুখে র‌্যাশ বেরোতে পারে। মুখ ফুলে গিয়ে, লাল হয়ে যেতে পারে। আবার ত্বককে অতিরিক্ত শুষ্ক করে তুলতে পারে। এই অবস্থায় কী ভাবে যত্ন নেবেন ত্বকের?

সিঁদুর খেলার আগে ত্বকের যত্ন?

সিঁদুর খেলতে যাওয়ার আগে মুখে-গলায় হাতে ক্যালামাইন লোশন অথবা ময়েশ্চারাইজার লাগান।

সিঁথিতে নারকেল তেল লাগালে ভাল হয়।

সিঁদুর খেলতে যাওয়ার আগে মুখে-গলায় হাতে ক্যালামাইন লোশন অথবা ময়েশ্চারাইজ়ার লাগান।

শুষ্ক ত্বকে সিঁদুর লাগলে র‌্যাশ, ব্রণের ভয় বেশি। তাই খেলতে যাওয়ার আগে কাঁচা দুধ, শসার রস, বেসন এবং অ্যালো ভেরা জেল দিয়ে একটি প্যাক বানিয়ে মুখে মেখে রাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে তার পর মেকআপ করে নিন।

সিঁদুর খেলার পরে ত্বকের যত্ন

সিঁদুর খেলার পর তোলার সময় হালকা ময়েশ্চারাইজার অথবা তেল লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুছে নিন। এর পর জল দিয়ে ধুয়ে নিন। তারপর মৃদু সাবান দিয়ে পরিষ্কার করুন। শুকনো কাপড় দিয়ে ঘষে অথবা বারবার সাবান লাগিয়ে সিঁদুর তুলতে গেলে ত্বকের সমস্যার ঝুঁকি থাকে।

সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। তবে সব সময় তা হয় না। সে ক্ষেত্রে বাড়িতে ফিরেই প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। তার পর ফেসওয়াশ ব্যবহার করুন।

মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। তবে একই তুলো বার বার ব্যবহার করবেন না। সিঁদুর তুলতে ব্যবহার করুন বেশ কয়েকটি কটন প্যাড।

ঠান্ডা গোলাপজল বা টোনার দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিলে জ্বালাভাব থাকবে না।

রাতে শুতে যাওয়ার আগে একটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন, তা হলে ত্বক ভাল থাকবে। গোলাপজল এবং মুলতানি মাটি (স্বাভাবিক এবং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে) কিংবা টক দই, মধু এবং পাকা কলা (শুষ্ক ত্বকের ক্ষেত্রে) একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন