Eyebrow care tips

ভরাট, ঘন ভ্রু চাইলে নিয়মিত যত্ন নিতে হবে, কী কী নিয়ম মানলে ধনুকের মতো ভ্রু হবে?

পাতলা ভ্রুকে ঘন এবং ভরাট করে তুলতে চান? কী ভাবে যত্ন নিলে তা সম্ভব হবে। রোজের রূপচর্চায় ভ্রু-এর যত্নও নেওয়া জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৮:১২
তারকাদের মতো ঘন ও ভরাট ভ্রু আপনারও হতে পারে, মেনে চলুন কিছু নিয়ম।

তারকাদের মতো ঘন ও ভরাট ভ্রু আপনারও হতে পারে, মেনে চলুন কিছু নিয়ম। ছবি: ফ্রিপিক।

সুদৃশ্য চওড়া ভ্রু পেতে হলে তার যত্নও দরকার। মুখ, চুলের যেমন যত্ন নেওয়া হয়, ভ্রু-র তেমন ভাবে হয় না। কেবল মেকআপের সময়ে আইব্রাও পেন্সিল দিয়ে খুঁত ঢাকার চেষ্টা করা হয়। মেকআপ উঠে গেলে আবার যে কে সেই। কিয়ারা আডবাণী থেকে শুরু করে আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, সোনম কপূরের মতো সব তারকাদেরই ঘন, ভরাট ভ্রু নিশ্চয়ই আকর্ষণ করে। তেমনটা আপনারও হতে পারে।

Advertisement

ঘন, চওড়া ভ্রু পেতে কী কী করবেন?

১) মেকআপ তুলে হালকা তরল সাবান বা উষ্ণ গরম জলে পাতলা সুতির কাপড় ভিজিয়ে ভ্রু পরিষ্কার করে নিন। এতে সারাদিনের ধুলো, ময়লা উঠে যাবে।

২) ক্যাস্টর অয়েল ভ্রুর রোমকে ঘন করে, গোড়া শক্ত করে। রাতে ভ্রু জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। একটি পরিষ্কার তুলো বা বাড নিয়ে সামান্য ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। আলতো করে গোল করে মালিশ করুন এবং সারা রাত রেখে দিন, যাতে তেল পুরোপুরি শোষিত হয়।

৩) ভ্রু খুব পাতলা হয়ে গেলে নিয়মিত নারকেল তেল লাগাতে হবে। না হলে অলিভ তেল, জোজোবা তেল বা ক্যাস্টর তেল লাগাতে পারেন। রাতে শোয়ার সময়ে হালকা করে তেল মালিশ করে নিলে ভ্রু খুব তাড়াতাড়ি চওড়া ও ঘন হবে।

৪) অতিরিক্ত প্লাক করলে ভ্রু সরু যায়। স্নানের পর নরম ভ্রু ব্রাশ করে শুধু বাড়তি লোমগুলি নিজে ছেঁটে ফেললেই ভাল।

৫) নারকেল তেল ভ্রু-র জন্য খুবই ভাল। ভ্রুর চারপাশে খুশকি থাকলে তা-ও কমে যায়। আঙুলে একফোঁটা তেল নিয়ে ভ্রুয়ে আলতো করে লাগিয়ে নিন এবং ভাল করে মালিশ করুন। রাতে লাগালে বেশি ফল মিলবে। চাইলে সকালে জল দিয়ে ধুয়ে নেবেন।

Advertisement
আরও পড়ুন