Skin Tightening Face Packs

বয়সের আগে ত্বক ঝুলে যাচ্ছে? ঘরে ৯-১০টি উপাদান থাকলেই টানটান হবে মুখ, ফিরবে জেল্লা

মোট ৫টি প্যাক তৈরির প্রণালী দেওয়া হল। অকারণে টাকা খরচ না করে ছুটির দিনে বাড়ি বসে ফেস প্যাক বানিয়ে নিন। ফ্রিজে রেখে দিলে বেশ কয়েক দিন কাজ চলে যাবে। এই ফেসপ্যাকে ত্বক টানটান হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৪:৩৯
How to make 5 homemade face packs for skin tightening

৫টি প্যাক তৈরির প্রণালী শিখে নিন। ছবি: সংগৃহীত।

নির্দিষ্ট বয়সের আগেই চেহারায় বয়সের ছাপ। চোখে কালি, গালে ছোপ ছোপ, বলিরেখায় ভরা ত্বক। পরিবেশ দূষণ, ব্যস্ত জীবনের কারণে সাম্প্রতিক সময়ে খুব তাড়াতাড়ি জেল্লা হারাচ্ছেন অনেকে। ত্বক ঝুলে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে একটু পরিশ্রম করতে হবে। অকারণে টাকা খরচ না করে ছুটির দিনে বাড়ি বসে প্রাক়ৃতিক উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। ফ্রিজে রেখে দিলে বেশ কয়েক দিন কাজ চলে যাবে। এই ফেসপ্যাকে ত্বক টানটান হবে। ত্বক ঝুলে যাওয়া রোধ করতে পারলে ঔজ্জ্বল্য ফিরবে, বলিরেখাও ধীরে ধীরে উধাও হবে। মোট ৫টি প্যাক তৈরির প্রণালী দেওয়া হল। নিজের সুবিধা মতো ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারবেন।

Advertisement

১. পেঁপে, লেবুর রস এবং মধু

পাকা পেঁপে নিয়ে মাঝারি আকারে কেটে কেটে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। এর সঙ্গে লেবুর রস এবং মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সারা মুখে (গলায় ও ঘাড়েও) মেখে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন, যাতে ত্বক সতেজ দেখায়।

How to make 5 homemade face packs for skin tightening

ছবি: সংগৃহীত।

২. ওটমিল এবং দুধ

২ টেবিল চামচ ওটমিল ১ টেবিল চামচ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। প্রায় ২০ মিনিটের জন্য প্যাকটি মুখে মেখে রাখুন। তার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ওটমিল এবং দুধের ফেসপ্যাকটি ত্বককে শান্ত করে এবং টানটান করে। পাশাপাশি, মৃত ত্বকের কোষ সরিয়ে ফেলতে সাহায্য করে।

৩. বেসন এবং গোলাপজল

বেসনে যেমন এক্সফোলিয়েশনের ক্ষমতা রয়েছে, তেমনই আছে ত্বককে টানটান করার বৈশিষ্ট্য। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে গোলাপজল এবং দই মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি ৩০ মিনিটের জন্য মুখে মেখে রাখুন। এর পর জল দিয়ে আলতো করে ঘষে ঘষে মুছে ফেলুন, যাতে ত্বক তৎক্ষণাৎ টানটান দেখায়, উজ্জ্বল হয়ে ওঠে, কোমল হয়ে যায়। এই প্যাকটি রোজ ব্যবহার করা যেতে পারে।

৪. ডিমের সাদা অংশ, মধু এবং লেবুর রস

কাঁচা ডিমের কুসুমটুকু বাদ দিয়ে সাদা অংশটি একটি পাত্রে নিয়ে ফেটাতে থাকুন যত ক্ষণ না ফেনা তৈরি হয়। তার পর মধু এবং লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ত্বকে আলতো করে মাসাজ করে আধ ঘণ্টা রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন যাতে টানটান ত্বক পেতে পারেন।

৫. কলা এবং দই

একটি পাকা কলা চটকে নিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। এতে একটি ক্রিমি পেস্ট তৈরি হবে। মুখে, গলায়, ঘাড়ে প্যাকটি লাগিয়ে নিন। প্রায় ২০-২৫ মিনিট মুখে প্যাকটি বসতে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। সতেজ, হাইড্রেটেড এবং তারুণ্যে ভরা ত্বক দেখে চমকে যাবেন।

Advertisement
আরও পড়ুন