Homemade Soap For Winter

৪০-এই ত্বকে বলিরেখা! কোলাজেন বৃদ্ধি করতে এবং ত্বক আর্দ্র রাখতে বাড়িতে বানান সাবান

শীতে শুধু গ্লিসারিন নয় বরং নানা প্রাকৃতিক উপকরণ, এসেনশিয়াল অয়েলের মিশ্রণে বানিয়ে নিন এমন এক সাবান, যা ত্বককে বাড়তি সুরক্ষা দেবে। ত্বকের উপযোগী কোলাজেন প্রোটিনেরও জোগান দিতে সক্ষম হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৪:৪৮
বাড়িতে কী ভাবে বানাবেন শীতের উপযোগী গ্লিসারিন সাবান।

বাড়িতে কী ভাবে বানাবেন শীতের উপযোগী গ্লিসারিন সাবান। ছবি: সংগৃহীত।

বয়স ৪০। মুখে বলিরেখা, চোখের নীচে কালি! চল্লিশে যেমন কারও মুখে থাকে তারুণ্য, তেমনই অযত্ন হলে বয়সের ছাপও পড়তে থাকে। শুধু দূষণ বা দুশ্চিন্তা নয়, এই বয়সে হরমোনের হেরফেরও হয় অনেকের। তারই ছাপ পড়তে শুরু করে। কমে যায় ত্বকের উপযোগী কোলাজেন নামক প্রোটিন।

Advertisement

তবে বয়সকেও বশ মানানো যায় নিয়ন্ত্রিত জীবনযাপনে, সঠিক খাদ্যাভ্যাসে। আর দরকার হয় রূপচর্চা। রূপচর্চা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা বলেন, ত্বক সুন্দর রাখার জরুরি শর্ত হল সঠিক প্রসাধনীটি বেঝে নেওয়া। ত্বকের ধরন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেটি করা জরুরি।

এই শীতে তাই শুধু গ্লিসারিন সাবান নয় বরং নানা প্রাকৃতিক উপকরণ, এসেনশিয়াল অয়েলের মিশ্রণে বানিয়ে নিন এমন এক সাবান, যা এই মরসুমে ত্বককে বাড়তি সুরক্ষা দেবে। ত্বকের উপযোগী কোলাজেন প্রোটিনেরও জোগান দিতে সক্ষম হবে।

উপকরণ

· সাবানের বেসের জন্য ১ কাপ গ্লিসারিন গলানো

· অ্যালো ভেরা জেল ২ টেবিল চামচ

· রোজ হিপ অয়েল ১ টেবিল চামচ

· ভিটামিন ই ২টি ক্যাপসুল

· হাইড্রোলাইসড কোলাজ়েন ১ টেবিল চামচ

· ল্যাভেন্ডার অয়েল ৫ ফোঁটা

পদ্ধতি

ফুটন্ত গরম জলে একটি পাত্র রেখে তার উপর গ্লিসারিন বারটি রেখে দিন। সেটি গলে গেলে একে একে মিশিয়ে নিন বাকি সমস্ত উপকরণ। রোজহিপ অয়েল এবং ল্যাভেন্ডার অয়েলের বদলে প্রয়োজন মতো অন্য এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। মুখে ব্রণের সমস্যা থাকলে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল যোগ করুন। টি-ট্রি অয়েল ছোটখাটো সংক্রমণ দূর করতে সাহায্য করে। সমস্ত উপকরণ মিশিয়ে সাবান তৈরির ছাঁচে মিশ্রণটি ঢেলে দিন।

সাধারণ সাবানের চেয়ে আলাদা কেন?

· গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুল ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।

· অ্যালো ভেরা প্রদাহ কমায়। যে কোনও ত্বকের জন্যই উপযোগী।

· ল্যাভেন্ডার অয়েল বলিরেখা দূর করতে সাহায্য করে।

· রোজ়হিপ অয়েলে থাকা ভিটামিন সি ত্বকের সুরক্ষাবর্ম হিসাবে কাজ করে।

· কোলাজেন পাউডার ত্বকের তারুণ্য ধরে রাখবে। মুখ দেখাবে টানটান।

ব্যবহারের পন্থা

· মুখ জলে ধুয়ে হাতে সাবান ঘষে নিন, তার পরে মুখ পরিষ্কার করুন। ১ মিনিট মুখে মাসাজ করে ধুয়ে নিন। এটি গায়েও মাখা যাবে।

· সাবান মাখার পরে ত্বকের উপযোগী কোনও ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।

· রাতে ঘুমোনোর আগে সাবান দিয়ে মুখ পরিষ্কারের পর টোনার এবং সিরাম ব্যবহার করুন। ত্বকের তারুণ্য ধরে রাখতে হলে শুধু ভাল সাবান ব্যবহারই যথেষ্ট নয়, পরের ধাপগুলিও জরুরি।

Advertisement
আরও পড়ুন