Prevent Skin From Pollution

বাজির ধোঁয়া, দূষণে ক্ষতি হতে পারে ত্বকেরও, রূপচর্চার চার ধাপেই করুন বাজিমাত

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২০:১০
দূষণ থেকে ত্বক বাঁচাতে কী করবেন?

দূষণ থেকে ত্বক বাঁচাতে কী করবেন? ছবি: সংগৃহীত।

পরিবেশ, ধোঁয়া, ধুলো, দূষণের সরাসরি প্রভাব পড়ে ত্বকেও। কালীপুজো এবং দীপাবলির সময়ে বাজি ফাটানোর ফলে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। বাজির ধোঁয়া ফুসফুসের জন্য পক্ষে যেমন ক্ষতিকর, তেমনই ত্বকের পক্ষেও। ত্বকের রন্ধ্র বন্ধ হয়ে যাওয়া, ত্বক রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে বাজির ধোঁয়ার সংস্পর্শে অনেকক্ষণ থাকলে।

Advertisement

এই সময় কী ভাবে যত্নে থাকবে ত্বক?

ক্লিনজ়িং: যে কোনও মরসুমেই ক্লিনজ়িং জরুরি।বাজি ফাটানোর পরেও তা খুব জরুরি। উৎসবের মরসুমে মেকআপও করা হয়। ত্বক নিয়ে চর্চাকারীরা বলছেন, প্রথমেই মেকআপ তুলে ফেলতে হবে মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার দিয়ে। তার পর মৃদু ফেসওয়াশ ব্যবহার করে ক্লিনজ়িং জরুরি।

এক্সফোলিয়েশন: শুধু ক্লিনজ়িং মুখের ময়লা সম্পূর্ণ পরিষ্কার হয় না। বাতাসের ক্ষতিকর পদার্থ ত্বকে রয়ে যেতে পারে। এ জন্য দরকার এক্সফোলিয়েশন। ভাল কোনও স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। কাঠবাদাম বা আমন্ড, ওট্‌স গুঁড়িয়ে দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন। চালের গুঁড়োও প্রাকৃতিক এক্সফোলিয়েটর। বেসন, চালের গুঁড়ো মিশিয়ে মুখ পরিষ্কার করা যায়।

ডিটক্স: পরের ধাপে দরকার ত্বক থেকে দূষিত পদার্থ বার করে দেওয়া। চারকোল শিটমাস্ক, ভাল কোনও ডিটক্স মাস্ক ব্যবহার করা দরকার। যাতে দূষণ থেকে ত্বক বাঁচানো যায়।

হাইড্রেশন: সব শেষে দরকার ত্বকের আর্দ্রতা বজায় রাখা। ক্যালেন্ডুলা, শিয়া, কোকো বাটার জাতীয় ক্রিম সেই কাজটি করতে পারবে।এই সময় ধীরে ধীরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে, ফলে ত্বক শুষ্ক হতে শুরু করে। তাই রাতে শোয়ার আগে ভাল ক্রিম ব্যবহার করা জরুরি।

Advertisement
আরও পড়ুন