Makeup Hacks

দিনের পর দিন ব্যবহার না করে মাস্কারা শুকিয়ে গিয়েছে? কী ভাবে আবার ব্যবহারের উপযোগী করবেন?

স্বল্প প্রসাধনীতেও সুন্দর হয়ে ওঠা যায় যদি চোখ হয় নজরকাড়া। কাজলকালো চোখের আবেদনই আলাদা। চোখ আবেদনময় করে তুলতে পারে কাজল, আইশ্যাডো, মাস্কারার সঠিক ব্যবহার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৮:৫৬
মাস্কারা শুকিয়ে গেলে আবার ব্যবহার করবেন কী ভাবে?

মাস্কারা শুকিয়ে গেলে আবার ব্যবহার করবেন কী ভাবে? ছবি: শাটারস্টক।

স্বল্প প্রসাধনীতেও সুন্দর হয়ে ওঠা যায় যদি চোখ হয় নজরকাড়া। কাজলকালো চোখের আবেদনই আলাদা। চোখ আবেদনময় করে তুলতে পারে কাজল, আইশ্যাডো, মাস্কারার যথাযথ ব্যবহার। রোজের মেকআপ অনেকেই কাজল দিয়েই সারেন। বিশেষ দিনের সাজের সময় মনে পড়ে মাস্কারার কথা। তবে সাজতে গিয়ে যদি দেখেন মাস্কারা শুকিয়ে গিয়েছে, তখন মেজাজ বিগড়ে যায়। শুকিয়ে গেলেও কিন্তু মাস্কারা তরল করার উপাদান হাতের কাছেই রয়েছে। সেগুলি ব্যবহার করেই আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায় মাস্কারা।

Advertisement

১) যদি কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তা হলে বাড়িতে লেন্স সলিউশনও থাকবে। ৪ থেকে ৫ ফোঁটা ভাল মানের লেন্স সলিউশন মিশিয়ে মুখ বন্ধ করে দিন। ১০-২০ মিনিট পরে মাস্কার টিউবটি ঝাঁকিয়ে চোখের পল্লবে লাগিয়ে নিন।

২) মাস্কারা টিউবের মুখ বন্ধ করে এক গ্লাস গরম জলে ডুবিয়ে রেখে দিন। কিছু ক্ষণ পর ব্যবহার করুন। তবে মাস্কারার টিউবের মুখ খোলার আগে এক বার ভাল করে ঝাঁকিয়ে নিন। অনেক সময় গরম জল দিলে কালি দলা পাকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই ঝুঁকি থাকবে না।

৩) চুল এবং ত্বকের খেয়াল রাখতে নারকেল তেল সত্যিই অনবদ্য ভূমিকা পালন করে। তেমনই মাস্কারা তরল করতেও নারকেল তেল ব্যবহার করতে পারেন। ৪ থেকে ৫ ফোঁটা নারকেল তেল মিশিয়ে মুখ বন্ধ করে দিন। কিছু ক্ষণ রেখে, দুই হাতের তালুতে ঘষে, হালকা ঝাঁকিয়ে নিয়ে তার পর ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন