Hair Removal Tips

আটা দিয়েও মুখের রোম তোলা যায়? থ্রেডিং করাতে ভয় পেলে তিন সহজ পদ্ধতি শিখে নিন

মুখে ওয়াক্সিং বা থ্রেডিং করাতে অনেকেই ভয় পান। যাঁদের ত্বকে ব্রণর আধিক্য রয়েছে, তাঁদের জন্য থ্রেডিং একেবারেই উপযুক্ত নয়। সে ক্ষেত্রে সহজে রোম তোলার জন্য ঘরোয়া উপকরণই যথেষ্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৬:৪৮
How to use Atta for facial hair removal

আটা দিয়ে মুখের রোম তুলবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।

মুখের রোম তোলা বড় কষ্টদায়ক। ওয়াক্সিং হোক বা থ্রেডিং, তাতে জ্বালা হবেই। ত্বক স্পর্শকাতর হলে থ্রেডিংয়ের পরে গালে, ঠোঁটের উপরে র‌্যাশ বেরিয়ে যায় অনেকের। ওয়াক্সিংয়ের যন্ত্রণাও কম নয়। অবাঞ্ছিত রোম তুলতে গিয়ে হিমশিম খেতে হয়। সহজে রোম তুলতে তাই রেজ়ার ব্যবহার করেন অনেকে। কিন্তু ঘন ঘন রেজ়ার ব্যবহার করাও ঠিক নয়। তার জন্য আগে ত্বক এক্সফোলিয়েট করে নিতে হয়, মৃতকোষ উঠে গেলে তার পর রেজ়ার চালালে ভাল কাজ হয়। এই সব ঝক্কি যদি না চান, তা হলে রোম তোলার আরও একটি সহজ পদ্ধতি জেনে রাখা ভাল। আটা দিয়েও কিন্তু মুখের রোম তোলা যায়। এতে সালোঁয় ছোটার ঝামেলা নেই, যন্ত্রণাও হবে না।

Advertisement

আটা দিয়ে রোম তোলা যাবে কী ভাবে?

আটার মাস্ক

উপকরণ

২ চা-চামচ আটা

১ চা-চামচ দুধ বা দই

এক চিমটে হলুদ

পদ্ধতি

একটি পাত্রে সামান্য জল দিয়ে আটা, দুধ বা দই ও হলুদ মিশিয়ে নিন। মিশ্রণ ঘন করে তৈরি করতে হবে। এই মিশ্রণ গালে, কপালে, ঠোঁটের উপরে ও থুতনিতে ভাল করে লাগিয়ে নিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। আটা শুকিয়ে গেলে যে আস্তরণ তৈরি হবে তা নীচ থেকে উপরের দিকে ধীরে ধীরে টেনে তুলতে হবে। এতে যেমন ত্বকের মৃত কোষ উঠে যাবে, তেমনই রোমও উঠবে। এর পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে। সপ্তাহে ২-৩ দিন এই মাস্ক ব্যবহার করলে থ্রেডিং করার ঝামেলা থাকবে না।

আটার পিল-অফ প্যাক

উপকরণ

২ চামচ আটা

১ চামচ মধু

১/৪ কাপ জল

পদ্ধতি

আটার সঙ্গে মধু মিশিয়ে অল্প জল দিয়ে ঘন প্যাক বানিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে ২০ মিনিট রেখে তুলে ফেলতে হবে। প্যাকটি শুকিয়ে গেলে তবেই তুলবেন। এতে রোম উঠবে এবং মুখের কালচে দাগছোপও উঠে যাবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ফেসিয়াল করানোর মতো জেল্লাও পাবেন।

আটার স্ক্রাব

উপকরণ

১ চা-চামচ আটা

১ চা-চামচ বেসন

১ চামচ দই বা দুধ

পদ্ধতি

সমস্ত উপকরণ মিশিয়ে মুখে মেখে ২০ মিনিট রাখতে হবে। আটা ও বেসন শুকিয়ে গেলে তা ধীরে ধীরে ভেজা টিস্যু দিয়ে তুলে ফেলতে হবে। এই স্ক্রাব ব্যবহার করলে মুখের রোম উঠবে এবং ত্বকের জেল্লাও ফিরবে। ব্ল্যাকহেড্‌স ও হোয়াইটহেড্‌সের সমস্যা থাকলে তা দূর হবে। বেসন ও আটার স্ক্রাব ব্যবহার করলে ত্বকের কালচে দাগও উঠে যাবে।

Advertisement
আরও পড়ুন