Banana Peel as Moisturiser

কলার খোসা হতে পারে প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার! কী ভাবে ব্যবহার করবেন?

কলার খোসা দিয়ে চুল ভাল রাখার প্যাকও বানান অনেকে। কিন্তু কলার খোসা ত্বককে আর্দ্র রাখার জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবেও যে ব্যবহার করা যায়, তা জানতেন কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ২০:২৬

ছবি : সংগৃহীত।

কলা খাওয়ার পরে তার খোসাকেও যে নানা ভাবে ব্যবহার করা যায়, তা অনেকেই জানেন। কেউ সেই খোসা সার হিসাবে ব্যবহার করেন, কেউ আবার ব্যবহার করেন দাঁত পরিষ্কার করার জন্য বা মুখের সংক্রমণ দূর করার জন্য। কলার খোসা দিয়ে চুল ভাল রাখার প্যাকও বানান অনেকে। কিন্তু কলার খোসা ত্বককে আর্দ্র রাখার জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবেও যে ব্যবহার করা যায়, তা জানতেন কি? রূপচর্চা শিল্পীরা বলছেন, ত্বকের যদি বাড়তি আর্দ্রতার দরকার হয় বা যদি ত্বক খুব শুষ্ক লাগে তবে কলার খোসা দ্রুত সমাধান হতে পারে।

Advertisement

কী ভাবে ত্বককে ময়েশ্চারাইজ় করা যাবে কলার খোসা দিয়ে?

১। বলিরেখা কমাতে

ত্বক ভাল ভাবে পরিষ্কার করার পরে হালকা হাতে কলার খোসার ভিতরের অংশটি ত্বকে ঘষুন। গোটা মুখে লাগিয়ে নেওয়ার পরে ১০-২০ মিনিট থাকতে দিন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এমন করলে বলিরেখা কমবে। দূর হবে র‌্যাশ-ফুস্কুড়ি-ব্রণ এবং রোদে পোড়া ভাব।

২। বাড়তি জেল্লার জন্য

কলার খোসা বেটে নিয়ে তার সঙ্গে কয়েক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে মুখে, ঘাড়ে এবং হাতে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে ঈষদোষ্ণ জল দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন, ত্বকে বাড়তি জেল্লা এসেছে।

৩। রং উজ্জ্বল করতে

একই ভাবে কলার খোসা বেটে নিয়ে তাতে জল মিশিয়েও ফেস প্যাক বানানো যেতে পারে। এটিও মুখে ১০-১৫ মিনিট রেখে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে রং উজ্জ্বল হবে।

Advertisement
আরও পড়ুন