Makeup Tips

রূপটান কী ভাবে করলে মুখ থেকে ক্লান্তির ছাপ উঠে যাবে? রইল কিছু টিপ্‌স

সারা দিন অফিসে কাজের শেষে যদি পার্টি বা বিয়েবাড়ি থাকে, তা হলে মেকআপ এমন ভাবে করতে হবে যাতে ক্লান্তির ছাপ বোঝা না যায়। কম সময়ে নিখুঁত রূপটানের কৌশল শিখে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৭:৫৬
How to use makeup to look less tired

রূপটান কী ভাবে করলে মুখে ক্লান্তির ছাপ বোঝাই যাবে না? ছবি: ফ্রিপিক।

সপ্তাহভর ছোটাছুটি, কাজের বিপুল চাপ সামলাতে সামলাতে চোখে-মুখেও তার ছাপ পড়ে। তার উপর রাজ জাগার অভ্যাস, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া তো আছেই। সবকিছুই মানসিক চাপের কারণ হয়ে উঠছে। রাতে ঘুমিয়ে ওঠার পরে চোখে-মুখে ক্লান্তির ছাপ লেগে থাকে। রূপটানেও তা সহজে যেতে চায় না। তাই মেকআপের এমন কৌশল জানতে হবে যা মুখের ক্লান্তিভাব দূর করতে পারে নিমেষে।

Advertisement

কেমন হবে রূপটান?

কাজল ছাড়া চোখের সাজ সম্পূর্ণ হয় না। কিন্তু চোখের কোলে কালি থাকলে বা চোখে ফোলাভাব থাকলে, তখন কাজল পরলে দেখতে ভাল লাগে না। তাই ক্লান্ত চোখে কাজল পরা যাবে না। বরং চোখের নীচের রেখায় ন্যুড বা সাদা আই পেনসিলের একটা টান দিয়ে দিন। ফ্যাকাশে রং পরলে চোখ বড় আর সজীব দেখাবে।

চোখ বড় আর উজ্জ্বল দেখাতে চাইলে ভিতরের কোণে বুলিয়ে নিন সামান্য সিলভার হাইলাইটার। নিমেষেই তরতাজা হয়ে উঠবে মুখ।

স্প্রে বোতলে গোলাপজল ভরে ব্যাগে রেখে দিন। যতবার ক্লান্ত লাগবে, স্প্রে করে নিন মুখে। ক্লান্তি তো কাটবেই, ত্বকও ভাল থাকবে।

গালে হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশ ব্যবহার করলে চেহারায় সতেজ ভাব ফিরে আসেবে।

গালের উপরের অংশে, নাকের ওপর এবং কপালে সামান্য হাইলাইটার ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

মুখে হালকা হাতে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়বে, তখন মুখ সতেজ দেখাবে। এই মালিশ হাতে না করতে পারলে জ়েড রোলার কিনে রাখুন। তাই দিয়ে ভাল করে মুখে মালিশ করলে চোখ-মুখের ফোলাভাবও কমবে, অনেক বেশি তরতাজাও দেখাবে।

ক্লান্ত মুখকে সতেজ দেখাতে উজ্জ্বল বা গ্লসি লিপস্টিক ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন