Tender Coconut Water for Skin

ত্বকের তারুণ্য ধরে রাখতে কার্যকরী ডাবের জল, কী ভাবে ব্যবহার করবেন?

ডাবের জলে থাকা প্রদাহ নাশক উপাদান যেমন ব্রণ-ফুস্কুড়ি-র‌্যাশের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে, তেমনই এতে থাকা ইলেকট্রোলাইট ত্বকের আর্দ্রতা ধরে রাখে, অ্যান্টিঅক্সিড্যান্ট সাহায্য করে তারুণ্য ধরে রাখতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২০:১২

ছবি : সংগৃহীত।

বয়স কমাতে কে না চান। আর দর্শনধারী দুনিয়ায় সবার আগে দেখে মনে হতে হবে বয়সটা আটকে আছে তিরিশেই। তবে দেখানোর জন্য পরিশ্রম লাগে। আর দরকার হয় উপযুক্ত যত্ন। ডাবের জল সেই পরিচর্যার কার্যকরী উপকরণ হতে পারে। কারণ ডাবের জলে থাকা প্রদাহ নাশক উপাদান যেমন ব্রণ-ফুস্কুড়ি-র‌্যাশের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে, তেমনই এতে থাকা ইলেকট্রোলাইট ত্বকের আর্দ্রতা ধরে রাখে, অ্যান্টিঅক্সিড্যান্ট সাহায্য করে তারুণ্য ধরে রাখতে। কিন্তু ডাবের জল দৈনন্দিন ত্বকের যত্নে ব্যবহার করবেন কী ভাবে?

Advertisement

১। টোনার হিসাবে

ডাবের জলের সঙ্গে পরিশ্রুত জল এবং গ্রিন টি মিশিয়ে একটি কাচের বোতলে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিন। রাতে শোওয়ার আগে তুলোয় ভিজিয়ে ত্বকে থুপে লাগান। অথবা বরফের ট্রেতে জমিয়ে রেখে বরফ মুখে ঘসলেও কাজ হবে। ত্বক হবে টান টান। বলিরেখা দূর হবে।

২। মাস্ক হিসাবে

মুলতানি মাটির সঙ্গে ডাবের জল মিশিয়ে মুখে মেখে রাখুন, চাইলে এই মাস্কে পাকা পেঁপের ক্বাথ এবং মধুও মেশাতে পারেন। ত্বকে আর্দ্রতা বজায় রেখে ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। ব্রণ, ফুস্কুড়ি, র‌্যাশের সমস্যাও দূরে রাখে।

৩। স্ক্রাবার হিসাবে

কফি অথবা চিনির সঙ্গে ডাবের জল মিশিয়ে হালকা হাতে ঘষে ঘষে মুখে মাখুন। কিছু ক্ষণ রেখে দিন। তার পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃতকোষ দূর হয়ে ত্বক দেখাবে উজ্জ্বল।

Advertisement
আরও পড়ুন