Karan Johar’s Fashion Statement

ছেঁড়া পোশাক, হাঙরমুখো ঝোলা হাতে বিমানবন্দরে হাজির কর্ণ! জানেন সে ব্যাগের দাম কত?

বলিউডের অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা নামীদামি পোশাক-প্রসাধনী ব্যবহার করবেন, এ আর নতুন কী! তবে এই ঝোলাটির বিশেষত্ব আছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫
হাঙরমুখো ব্যাগ হাতে কর্ণ জোহর।

হাঙরমুখো ব্যাগ হাতে কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

পরনে প্যাস্টেল সবুজরঙা ‘টোর্ন’ কো-অর্ড সেট। হাতে ঝোলা নিয়ে বিমানবন্দরের সামনে পরিচালক-প্রযোজন কর্ণ জোহর। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই কিছু ছবি। তবে পোশাকে বিশেষ বৈচিত্র না থাকলেও কর্ণের হাতের ঝোলাটির দিকে নজর গিয়েছে সকলের।

Advertisement

বলিউডের অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা নামীদামি পোশাক-প্রসাধনী ব্যবহার করবেন, এ আর নতুন কী! তবে এই ঝোলাটির বিশেষত্ব আছে। ব্যাগের সামনের দিকে এমন ভাবে হাঙরের মুখ আঁকা রয়েছে, যেন দেখলে মনে হবে হাঙরটি তেড়ে আসছে। ইন্টারনেটে খুঁজলে দেখা যাবে সোনালি ‘টোগো’ চামড়ার ব্যাগটির প্রস্তুতকারক আন্তর্জাতিক সংস্থা হারমিজ়। যার মূল্য ১৭ হাজার ৩৩০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ লক্ষ টাকার কাছাকাছি।

পায়ের কাছে ছেঁড়া, প্যাস্টেল সবুজ রঙের ঢিলেঢালা কো-অর্ড সেটটিও বেশ আরামদায়ক। একরঙা পোশাকের সঙ্গে মানিয়ে কর্ণের মাথায় ছিল টুপি। মুখের চেয়ে বড় অর্থাৎ, ওভারসাইজ়ড রোদচশমা ছিল চোখে। সঙ্গে সাদা, লালের সমন্বয়ে একজোড়া স্নিকার্স।

Advertisement
আরও পড়ুন