Sheet Mask

উৎসবে রাত জাগলেও মুখে-চোখে ক্লান্তির ছাপ পড়বে না, কাছে রাখুন ৫ ধরনের শিট মাস্ক

বাজির ধোঁয়া, উৎসবে রাত জাগার প্রভাব পড়তে পারে মুখেও। রাতারাতি ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে পারেন শিট মাস্ক। কোন ধরনের মাস্ক এমন সময়ের জন্য ভাল হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৯:৪১
শিট মাস্কেই রাতারাতি ত্বকের জেল্লা ধরে রাখা সম্ভব। কালীপুজোর মরসুমে কোন ধরনের শিট মাস্ক হাতের কাছে রাখবেন?

শিট মাস্কেই রাতারাতি ত্বকের জেল্লা ধরে রাখা সম্ভব। কালীপুজোর মরসুমে কোন ধরনের শিট মাস্ক হাতের কাছে রাখবেন? ছবি: ফ্রিপিক।

কালীপুজোয় রাত জেগে ঠাকুর দেখবেন? বাজি পোড়াবেন? কিন্তু উৎসবের মরসুমে দূষণে, ঘুমের অভাবে মুখের জেল্লা উধাও হলে বিষয়টি মোটেও ভাল হবে না। আবার উৎসবের মরসুমে রূপচর্চার জন্য বাড়তি সময় নষ্ট করতেও মন চাইবে না। তাই দিনের শেষে মুখ ভাল করে পরিষ্কারের পর ব্যবহার করুন শিট মাস্ক। বাজির দূষণ থেকে ত্বক রক্ষা করতে, রাতারাতি জেল্লা ফেরাতে কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করবেন?

Advertisement

শিট মাস্ক মুখের আকারের মতোই একটা পাতলা-নরম কাপড়ের মতো জিনিস, যা ত্বকের উপযোগী বিভিন্ন উপাদানে ভরপুর সিরামে ভেজানো অবস্থায় পাওয়া যায়। ব্যবহারে ঝক্কি নেই। শুধু মুখ পরিষ্কার করে শিটটি চোখ, নাক, ঠোঁটের জায়গা বুঝে খাপের মতো বসিয়ে দিলেই হল। কোনও ঝঞ্ঝাট নেই। মিনিট ১৫ বিশ্রাম নিন, গান শুনুন কিংবা ঘুমিয়েও পড়তে পারেন।

অ্যান্টি-পলিউশন শিট মাস্ক: এটি বাতাসের দূষিত কণা, ধুলো থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা মেরামত করতেও সাহায্য করে এই শিট মাস্ক। দীপাবলির মরসুমে বাজির দাপটে দূষণের বাড়বাড়ন্ত হয়। নিজে বাজি ফাটালে সেই ধোঁয়াও চোখে-মুখে যায়। এই মরসুমে এমন একটি মাস্ক ত্বকের উপযোগী হতে পারে।

ক্লে-চারকোল শিট মাস্ক: এটি হয় কালো রঙের। ক্লে অথবা চারকোলে সমৃদ্ধ শিট মাস্ক ত্বক থেকে অতিরিক্ত তেল, দূষিত পদার্থ শোষণ করতে সাহায্য করে। মৃত কোষও দূর করতে সাহায্য করে এটি।

বাবলিং শিট মাস্ক: এটিরও রং হয় কালচে। ত্বক থেকে দূষিত পদার্থ বার করতে সাহায্য করে মাস্কটি। চারকোল দিয়েই তা তৈরি হয়। এর মজা হল, মিনিট ১৫ মুখে রাখার পর সাবানের মতো ফেনা হয় যায়। ত্বক গভীর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে এটি। এই ফেনা ভাল করে মুখে মাসাজ করে মুখ ধুয়ে নিলে নিমেষে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।

হায়ালুরোনিক অ্যাসিড শিট মাস্ক: ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই অ্যাসিড। আর্দ্রতার অভাব হলেই ত্বক রুক্ষ দেখায়। হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। এটি ত্বক তেলতেলে করে তোলে না, অথচ আর্দ্রতার জোগান দেয়।

ভিটামিন সি শিট মাস্ক: ত্বকের জন্য জরুরি হল কোলাজেন নামক প্রোটিন। এই প্রোটিনের অভাব হলেই চামড়া কুঁচকে যেতে পারে। কোলাজেন উৎপাদনে সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন সি শিট মাস্ক রাতেই ব্যবহার করা ভাল। দিনে ব্যবহার করে তার পর রোদে বেরোলে ত্বক কালচে হয়ে যেতে পারে। ত্বককে আর্দ্র রাখতে, বলিরেখা কমাতে ভিটামিন সি ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান। ত্বকের কালচে ভাব বা পিগমেন্টেশন দূর হয় ভিটামিন সি-র ব্যবহারে।

Advertisement
আরও পড়ুন