ওরীর ত্বকচর্চার রুটিন। ছবি: সংগৃহীত।
তারকা থেকে সাধারণ, সকল পরিবারেই অ্যালো ভেরার কদর রয়েছে। নামমাত্র খরচ করে জেল কিনে অথবা বাড়িতেই গাছ বসিয়ে ত্বকচর্চা করেন অনেকে। চোখের তলার ফোলা ভাব, ফোন-ল্যাপটপের ক্লান্তির ছাপ দূর করার জন্য অ্যালো ভেরাতেই ভরসা রাখেন নেটপ্রভাবী, বলিউড তারকাদের ঘনিষ্ঠ ওরহান অবত্রমানি ওরফে ওরী। সাদামাঠা অভ্যাসই রপ্ত করে লাভবান হয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল করে ওরী তাঁর ত্বকচর্চার রুটিন প্রকাশ করেছেন। যেখানে মুখ্য চরিত্রে স্থান পেয়েছে অ্যালো ভেরা। নিজের দৈনন্দিন রূপচর্চার রুটিনে তিনি যে ভাবে অ্যালো ভেরা ব্যবহার করেন, সেটিই এখন অনুরাগীদের আগ্রহের বিষয়।
অ্য়ালো ভেরা দিয়ে কী ভাবে ত্বকচর্চা করেন ওরী? ছবি: সংগৃহীত।
দিনভর কাজের পর বাড়ি ফিরে প্রথমে স্নান করেন ওরী। তার পর মাথায় নারকেল তেল মালিশ করে চুলের চর্চা করেন। তার পর ছোট ছোট তুলোর বলে অ্যালো ভেরা ঢেলে চোখের তলায় মাসাজ করেন। আলতো চাপ দিয়ে চোখের নীচের অংশে মেখে নেন। এতে চোখের নীচের ত্বক ঠান্ডা থাকে এবং ফোলা ভাব ধীরে ধীরে কমে যায়। জেলটুকু ত্বকে নিজে থেকে বসে যাওয়ার সময় দেন ওরী। এতে চোখের নীচের ত্বক আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ক্লান্তি কমে আসে। নিয়মিত এই অভ্যাসের ফলে চোখের তলার ক্লান্তি ও ফোলা ভাব দূর হয়ে যায় সকালবেলা। রাতে এই অবস্থায় শুয়ে পড়লে সকালে উঠে চোখ-মুখ অনেক বেশি সতেজ থাকে।
কোনও জটিল ধাপ নেই, কোনও অতিরিক্ত সামগ্রীরও প্রয়োজন নেই। শুধু নিয়ম করে অ্যালো ভেরা ব্যবহার আর চোখের যত্ন নেওয়ার অভ্যাসই তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য। আর তাই অনুরাগীদের সঙ্গে নিজের ত্বকচর্চার রুটিন ভাগ করে নিলেন তারকা।
অ্যালো ভেরা জেল কী ভাবে চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে?
অ্যালো ভেরা জেল চোখের নিচের ক্লান্তি, ছোপ ও ফোলা ভাব কমাতে পারে। কারণ, জেলে রয়েছে প্রদাহনাশী বৈশিষ্ট্য। পাশাপাশি, আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়াতে পারে অ্যালো ভেরা। রক্তনালীকে সঙ্কুচিত করে ফোলা ভাবও কমাতে পারে এই জেল। ত্বককে আর্দ্র রাখে এবং প্রদাহ কমাতে পারে। ফলে চোখের তলার কালি ও ক্লান্তির ছাপ কমে আসে।