Viral Video

‘টাকা ফেরত দে’, স্ত্রীকে বন্ধুর সঙ্গে হাতেনাতে ধরে ধারের টাকা শোধ করতে বললেন স্বামী! চমকে দেওয়া ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বধূ তাঁর স্বামীর বন্ধুর সঙ্গে গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছিলেন। একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে একান্তে সময় কাটাচ্ছিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৭:৪৩
Video shows man asked friend to repay debt after catching him with wife

দুই যুবকের বাগ্‌বিতণ্ডা। ছবি: এক্স থেকে নেওয়া।

স্বামীর বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন স্ত্রী। একান্তে সময় কাটাচ্ছিলেন দু’জনে। তখনই সেখানে সন্তানকে নিয়ে পৌঁছে গেলেন স্বামী। মাঝরাস্তাতেই শুরু হল বাগ্‌যুদ্ধ। কিন্তু বন্ধুকে স্ত্রীর সঙ্গে দেখে সবার আগে তাঁর কাছ থেকে ধারের টাকা ফেরত চাইলেন যুবক! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর স্বামীর বন্ধুর সঙ্গে গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছেন। একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে একান্তে সময় কাটাচ্ছিলেন তাঁরা। এমন সময় সেখানে পৌঁছে যান তরুণীর স্বামী। সঙ্গে সন্তান। বন্ধু এবং স্ত্রীকে একসঙ্গে দেখে মেজাজ হারান যুবক। চিৎকার করতে শুরু করেন। অন্য দিকে, পাল্টা সুর চড়ান তাঁর বন্ধু। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি বৌদির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম। তোর সবেতেই সন্দেহ। এই জন্যই তোর এই অবস্থা।’’ অন্য দিকে তরুণীর স্বামী বলেন, ‘‘সন্দেহ করব না তো কী? এটা কী ধরনের সময় কাটানো। আমায় কেন জানানো হয়নি?’’ এর পর বধূর স্বামী তাঁর বন্ধুর থেকে ধারের টাকা ফেরত চান। তখনই টাকা দিতে বলেন। বন্ধুও বলেন, সুদসমেত টাকা ফেরত দিয়ে দেবেন তিনি। আরও কিছু ক্ষণ সে ভাবেই বাগ্‌যুদ্ধ চলতে থাকে। পাশে চুপ করে দাঁড়িয়ে পুরো বিষয়টি দেখতে থাকেন বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন‌ই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আজকাল বন্ধুকেও বিশ্বাস করা যায় না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যে দিকেই তাকাও, শুধু পরকীয়া।’’

Advertisement
আরও পড়ুন