Viral Video

মঞ্চে নাচছিলেন তরুণী নর্তকী, হাত ধরে টেনে নামাল এক দল তরুণ! চলল স্পর্শের চেষ্টা, ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে নর্তকীদের আনা হয়েছিল। চলছিল নৃত্য। মঞ্চে নাচছিলেন দুই তরুণী। দর্শকাসনে বসেছিলেন অনেক পুরুষ-মহিলা। মঞ্চের সামনে কয়েক জন তরুণও নাচছিলেন গানের তালে তালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:১৬
Video shows group of men hold dancer’s hand and pulled her from stage while performance

তরুণী নর্তকীর হাত ধরে টানছে তরুণের দল। ছবি: এক্স থেকে নেওয়া।

মঞ্চে নাচছিলেন নর্তকী। এমন সময় হঠাৎই দর্শকাসন থেকে উঠে এসে তাঁকে জোর করে মঞ্চের নীচে টেনে নামিয়ে আনল একদল তরুণ। অনেক বারণ করার পরেও ছাড়ল না। কিছু ক্ষণ পরে আয়োজকদের এক জন এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পারেননি। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। ওই তরুণদের ও রকম দুঃসাহস হল কী করে, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে নর্তকীদের আনা হয়েছিল। চলছিল নৃত্য। মঞ্চে নাচছিলেন দুই তরুণী। দর্শকাসনে বসেছিলেন অনেক পুরুষ-মহিলা। মঞ্চের সামনে কয়েক জন তরুণও নাচছিলেন গানের তালে তালে। এমন সময় দুই নর্তকীর মধ্যে এক জন মঞ্চের সামনে এসে ভিড়ের দিকে হাত বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে তাঁর হাত ধরে নেন ওই তরুণেরা। তাঁকে মঞ্চ থেকে টেনে নামিয়ে এনে ঘিরে ফেলেন। তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন। ওই তরুণদের হাত থেকে কোনও মতে বেরিয়ে আসেন নর্তকী তরুণী। মঞ্চের সামনে যান কোনও মতে। তখন আয়োজক এক যুবক তাঁর হাত ধরে টেনে মঞ্চে তোলার চেষ্টাও করেন। কিন্তু উল্টো দিক থেকে আবার তরুণীকে টানাটানি শুরু করেন মত্ত তরুণের দল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টোনি লেন’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি ভারতে ঘটেছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এক জন মহিলাকে ওই ভাবে টানাটানি করার এবং স্পর্শ করার দুঃসাহস কী করে দেখাতে পারে তরুণের দল? উপস্থিত জনতাই বা তাঁদের আটকাল না কেন? সেই প্রশ্ন তুলেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কী ধরনের অসভ্যতা? নর্তকী বলে কি তাঁদের সম্মান নেই? দোষীদের শাস্তি দেওয়া হোক।’’

Advertisement
আরও পড়ুন