—প্রতীকী ছবি।
নিলামে ৪৫,০০০ টাকায় একটি ছোট গুদাম কিনেছিলেন এক ব্যক্তি। কিন্তু জানতেন না, সেই গুদামেই লুকিয়ে ছিল তাঁর সৌভাগ্যের চাবিকাঠি। গুদামের ভিতরে থাকা একটি পুরনো সিন্দুক থেকে উদ্ধার হল নগদ ৫৮ কোটি টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকায়। ইতিমধ্যেই আমেরিকা জুড়ে হইচই ফেলেছে সেই ঘটনা। আলোড়ন পড়েছে সমাজমাধ্যম জুড়েও।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোট সেই গুদামটি নিলামে তুলেছিলেন ড্যান ডটসন, যিনি আমেরিকান রিয়্যালিটি টিভি শো ‘স্টোরেজ ওয়ার্স’-এর জন্য বিখ্যাত। ওই শোতে কমপক্ষে তিন মাস ধরে ভাড়া পরিশোধ না করা গুদামগুলি নিলামে তোলা হয়। যিনি ওই গুদাম কেনেন, গুদামের ভিতরে থাকা জিনিসপত্রের মালিকানাও তাঁর হয়। সেই ড্যানের রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে আমেরিকার এক যুবক সম্প্রতি মাত্র ৫০০ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫,০০০ টাকা) একটি ছোট গুদাম কিনেছিলেন। তবে গুদামের ভিতরে প্রবেশ করেই চমকে যান তিনি। দেখেন, সেটির ভিতরে একটি পুরনো সিন্দুক রয়েছে। কৌতূহলের বশে সিন্দুকটি খুলতেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান যুবক। ভিতর থেকে উদ্ধার করেন নগদ ৭.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ কোটি টাকা)। শুধু যুবকই নন, ড্যানও সেই ঘটনা দেখে হতবাক হয়ে যান। প্রশ্ন তোলেন, কেউ কী করে এত টাকা ছোট একটি গুদামে ভুলে যেতে পারে?
তবে যুবকের আনন্দ বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ওই গুদামের প্রাক্তন মালিকেরা বিষয়টি জানতে পেরে যুবকের সঙ্গে যোগাযোগ করেন। আইনজীবীর মাধ্যমে আলোচনা শুরু হয় গুদামের প্রাক্তন এবং বর্তমান মালিকদের মধ্যে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুদামের প্রাক্তন মালিকেরা প্রথমে ওই যুবককে টাকা ফেরত দেওয়ার বিনিময়ে ৪.৫ কোটি টাকা দেবেন বলেছিলেন। তবে শেষমেষ ১১ কোটি টাকায় রফা হয়। চুক্তিও করেন উভয় পক্ষ।
৫৮ কোটি টাকা না পেলেও মাত্র ৪৫ হাজার খরচ করে ১১ কোটির মুনাফা করায় খুশি গুদামের ক্রেতা ওই যুবক। তিনি জানিয়েছেন, ভাগ্য তাঁর সহায় ছিল। আর সে কারণেই সেই টাকা তিনি পেয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। আলোচনার ঝড় বয়ে গিয়েছে নেটাপাড়াতেও।