Viral Video

চিতার সঙ্গে প্রতিযোগিতা! দৌড়োনোর আগে পায়ে আঁচড়ও খেলেন ইউটিউবার, ফলাফল দেখে বিস্মিত নেটপাড়া

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইশোস্পিড তাঁর ‘অ্যাথলেটিক স্টান্ট সিরিজ়’-এর অংশ হিসাবে একটি চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই প্রতিযোগিতায় অংশ নিতে আফ্রিকায় পৌঁছোন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১০:২৬
Video shows Youtuber IShowSpeed races with Cheetah in Africa, result shocks internet

চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতা ইউটিউবারের। ছবি: এক্স থেকে নেওয়া।

আফ্রিকা গিয়ে চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতা। আঁচড়ও খেলেন। তার পরেও দৌড়োলেন জনপ্রিয় ইউটিউবার তথা নেটপ্রভাবী আইশোস্পিড। কিন্তু ফলাফল কী হল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইশোস্পিড তাঁর ‘অ্যাথলেটিক স্টান্ট সিরিজ়’-এর অংশ হিসাবে একটি চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই প্রতিযোগিতায় অংশ নিতে আফ্রিকায় পৌঁছোন তিনি। সেখানেই চিতার সঙ্গে প্রতিযোগিতা করতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন স্পিড এবং তাঁর দল। চারদিকে ক্যামেরাম্যানেরাও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। এর পর স্পিড সেই চিতাটিকে দেখান, যাঁর সঙ্গে পাল্লা দেওয়ার কথা তাঁর। প্রতিযোগিতা শুরুর আগেই ইউটিউবারের দিকে ঝাঁপিয়ে পড়ে তাঁর পা আঁচড়ে দেয় চিতাটি। রক্ত পড়তে শুরু করে স্পিডের পা থেকে। এর পরেও তিনি প্রতিযোগিতায় অংশ নেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি দাগ থেকে দৌড়োনো শুরু করেন স্পিড এবং চিতাটি। প্রথমে স্পিড কয়েক পা এগিয়ে গেলেও নিমেষে রকেট গতিতে দৌড়োতে শুরু করে হিংস্র প্রাণীটি। স্পিডকে অনায়াসে হারিয়ে দেয় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ইউটিউবারের চিতার সঙ্গে দৌড়োনোর প্রতিযোগিতার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘স্পিড’ নামেরই এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ইউটিউবারের দুঃসাহস নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। স্পিড বর্তমানে আফ্রিকাসফরে রয়েছেন, যা জানুয়ারির শেষের দিকে শেষ হবে।

Advertisement
আরও পড়ুন