নখসজ্জার টুকিটাকি। ছবি: সংগৃহীত।
বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। আলোর রোশলাইতে সেজে উঠেছে শহর-মফস্সল। এই উৎসবের মরসুমে নিজেকে একটু নতুন করে না সাজালেই নয়। চুলের বাহার, পোশাকের ভিন্নতা তো থাকবেই, তবে নখসজ্জাকেও ভুললে চলবে না। লম্বা নখে নানা রঙের বৈচিত্র, কোথাও পাথর দিয়ে শিল্প, আবার কোথাও সূক্ষ্ম নকশার কারুকাজ। ‘নেল আর্ট’ বা ‘নখ শিল্পে’ এমন নকশারই জনপ্রিয়তা।
মরসুম বদলের সঙ্গে সঙ্গে ইদানীং ‘নেল আর্ট’ও বদলে ফেলছেন তরুণীরা। কেউ পোশাকের সঙ্গেই মানানসই নখের নকশা বেছে নিচ্ছেন, কেউ আবার নখে রাখতে চাইছেন ক্রিসমাস কিংবা পার্টি স্পেশ্যাল ‘টাচ্’। বর্ষবরণের আগে নেল আর্ট করানোর ইচ্ছা? নখসজ্জাশিল্পী স্মৃতিকণা মজুমদার হদিশ দিলেন কেমন ধরনের নকশা এ বছরের ফ্যাশনে দারুণ ‘ইন’।
ক্যাট আই
এই নখজসজ্জায় মেটালিক পার্টিক্ল বা ধাতব কণা যুক্ত ‘গ্লিটার’ ভিত্তিক বিশেষ ধরনের নেল পলিশ ব্যবহার করা হয়। প্রাথমিক অবস্থায় দেখতে সাধারণ ঝিকমিক করা নেল পলিশ-ই মনে হবে। তবে চুম্বকের সাহায্যে ধাতব কণিকাগুলোকে যখন বিভিন্ন আকার দিলে বা নখের নানান দিকে ছড়িয়ে দেওয়ার পর আসল সৌন্দর্য ফুটে ওঠে। এই নকশায় নখের উপর একটি রুপালি বা সোনালি শিমার তৈরি হয়, যা বিভিন্ন কোণে আলোর সঙ্গে প্রতিফলিত হয়ে বিড়ালের চোখের মতো চকচকে লাগে। স্মৃতিকণার মতে, এখন গ্লাস, সিল্ক, ওয়াটার বেস্ড, নাইন ডি ক্যাট আইয়ের নকশা বেশ ট্রেন্ডিং।
খরচ: ১৮০০ টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে।
আইসোলেটেড ক্রোম
আইসোলেটেড ক্রোম নেল আর্টে নখের নির্দিষ্ট কিছু অংশে রেখা, বৃত্ত, বা নকশার আকার করে ক্রোম পাউডারের সাহায্যে আয়নার মতো চকচকে ফিনিশ দেওয়া হয়। নখের বাকি অংশটি ভিন্ন রং বা ম্যাট ফিনিশ দিয়ে আলাদা করে তোলা হয়। এটি জেল পলিশের উপর করা হয়, যেখানে প্রথমে বেস কালার, তার পর ম্যাট টপ কোট ব্যবহার করে ডিজাইন অনুযায়ী ক্রোম পাউডার ঘষে লাগানো হয়, যা নখকে আকর্ষণীয় করে তোলে।
খরচ: ১৫০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে।
ফ্রেঞ্চ নেল
এটি হল একটি ক্লাসিক ও বহুমুখী নখ-নকশা, যেখানে প্রথমে নখের উপর হালকা গোলাপি বা ন্যুড শেডের নেল পলিশের উপর নখের ডগায় সাদা রঙের টিপস দেওয়া হয়। ইদানীং কেবল সাদা নয়, বিভিন্ন রং, গ্লিটার, স্টিকার ও নকশার কারুকাজে ফেঞ্চ নেলকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়। এই নখসজ্জা কখনওই পুরনো হওয়ার নয়। কালারড ফ্রেঞ্চ টিপস, ডাবল ফ্রেঞ্চ, ওমব্রে ফ্রেঞ্চের মতো রকমারি নকশার বিকল্পের কারণে তরুণীরা নতুন করে এই নখসজ্জার প্রেমে পড়ছেন।
খরচ: ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা।
থ্রি ডি আর্ট কার্ভিং জেল
কার্ভিং জেল নেল আর্ট ডিজাইনে একটি ঘন জেল ব্যবহার করে নখের উপর ফুল, ফিতের মতো উঁচু, ত্রিমাত্রিক নকশা তৈরি করা হয়। সাধারণ অ্যাক্রিলিক রঙের চেয়ে কার্ভিং জেল দিয়ে কারুকাজ করা বেশি সময়সাপেক্ষ। এটি করতে বেশ দক্ষতারও প্রয়োজন। স্মৃতিকণার মতে, যে কোনও একটি আঙুলে থ্রি ডি আর্ট কার্ভিং জেলের নকশা করানোর চল ইদানীং বে়ড়েছে।
খরচ: ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা।
রিফ্লেকটিভ পলিশ
রিফ্লেক্টিভ নেল আর্টে বিশেষ ধরনের পলিশ ব্যবহার করা হয়, যা প্রায়শই জেল-ভিত্তিক হয় এবং এতে সূক্ষ্ম গ্লিটার বা পিগমেন্ট ভরা থাকে। এই ধরনের নেলপলিশ তীব্র ভাবে আলো শোষণ ও প্রতিফলিত করে। পার্টির মরসুমের জন্য এই আর্ট বেছে নিতেই পারেন তরুণীরা।
খরচ: ১৭০০ থেকে ২৫০০ টাকা।
আসল নখের উপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে, তার মধ্যে নানা রকম কারুকাজ করানো রীতিমতো নেশার বিষয় হয়ে উঠেছে কারও কারও কাছে। সাময়িক ভাবে তা হাতের ভোল বদলে দিলেও পরে অনেকের ভোগান্তি বাড়ে।। অতিরিক্ত ঘষাঘষি করলে কিংবা রাসায়নিক ব্যবহার করলে নখের মান খারাপ হয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে। আসল নখগুলি সহজে বাড়তেও চায় না। স্মৃতিকণার মতে, যদি ‘নেল এক্সটেনশন’ করতে হয়, তখন কৃত্রিম নখ খুলে ফেলার পরে নখের বাড়তি যত্নআত্তি করা জরুরি। এ ক্ষেত্রে এক্সটেনশন খোলার পর টানা সাত দিন নখের উপর ঘন ঘন নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। আলাদা করে কিউটিকল অয়েল বা ক্রিম কেনার প্রয়োজন নেই। স্মৃতিকণার মতে, প্রাকৃতিক উপায়ে ভরসা রাখলেই দ্রুত ফল মিলবে।