No-Makeup Look

ঝলমলে সাজ পছন্দ নয়? শ্রদ্ধার মতো কম মেকআপেই হয়ে উঠুন মোহময়ী, শিখুন রূপটানের এমন কৌশল

এতটাই স্বল্প এবং স্বচ্ছ মেক আপ করতে হবে যে, এক ঝলক দেখলে মনে হবে মেকআপের ছোঁয়াই লাগেনি মুখে। কম মেকআপেও কী ভাবে মোহময়ী হয়ে উঠবে, শিখে নিন সে কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৮:২২
What do you need for a minimal makeup look

নো-মেকআপ লুক আনবেন কী ভাবে? ফাইল চিত্র।

চড়া মেকআপ অনেকেই পছন্দ করেন না। আর এখন কমবয়সিদের মধ্যে জনপ্রিয় হয়েছে ‘ন্যুড মেকআপ’। মেকআপে কোনও উজ্জ্বল রঙের ব্যবহারই হবে না। ত্বকের রঙের সঙ্গেই মানানসই হবে রূপটান। চটকদার রঙের বদলে ঠোঁটে থাকবে হালকা রঙের কোনও লিপ বাম বা লিপ জেল। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও প্রায়ই দেখা যায় সাধারণ সাজে। কম মেকআপেও কী ভাবে মোহময়ী হয়ে ওঠা যায়, শিখে নিন সে কৌশল।

Advertisement

নো মেকআপ না ন্যুড মেকআপ

নো মেকআপে হালকা ফাউন্ডেশনের সঙ্গে হালকা হাইলাইটার ব্যবহার করা হয়, সঙ্গে থাকে ম্যাট লিপস্টিক। ন্যুড মেকআপে কিন্তু বেস মেকআপ করা হয়, চোখের পল্লবে আইলাইনার আর মাস্কারার ছোঁয়াও থাকে।

ময়েশ্চারাইজ়ার মুখ পরিষ্কারের পরে ময়েশ্চারাইজ়ার অবশ্যই লাগাতে হবে। জেল দেওয়া কোনও ময়শ্চেরাইজ়ার ব্যবহার করলে ভাল হয়। এমন ময়েশ্চারাইজ়ার দিয়ে ভাল করে ত্বকে মালিশ করে নিতে হবে। দিনের বেলায় বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাতেই হবে।

স্পট কনসিলর জরুরি

সারা মুখে কনসিলর নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে এমন জায়গাতেই কনসিলার লাগিয়ে নিন। তার পর খুব সামান্য মাত্রায় সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে।

আইশ্যাডো কেমন হবে

ন্যুড মেকআপে ধূসর ঘেঁষা বাদামি আইশ্যাডোই বেশি চলে। ন্যুড মেকআপ চাইলে এমন শেডের আইশ্যাডো ব্যাগে রাখতে পারেন।

লিপস্টিক না লিপবাম

ন্যুড শেডের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিলেই আপনার নো মেক আপ লুক তৈরি! তবে এ ক্ষেত্রে ম্যাট নয় হালকা গ্লসি লিপ শেড ব্যবহার করুন। মেক আপ শেষে ফের সেটিং স্প্রে লাগিয়ে নিন। লিপস্টিক না লাগাতে চাইলে লিপবামও লাগাতে পারেন।

Advertisement
আরও পড়ুন