Hair Hardware

গ্রীষ্মে কেশসজ্জায় থাকুক ধাতব সরঞ্জাম, ‘হেয়ার হার্ডওয়্যার’ নামের ট্রেন্ডে পা মিলিয়েছেন তারকারাও

নাতাশা পুনাওয়ালা থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ইতিমধ্যেই দেশবিদেশের তারকারা ‘হেয়ার হার্ডওয়্যার’ ট্রেন্ড অনুসরণ করা শুরু করে দিয়েছেন। গ্রীষ্মের সাজের হাত ধরেই কেশসজ্জার নতুন ধারার সূত্রপাত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৭:০৫
‘হেয়ার হার্ডওয়্যার’।

‘হেয়ার হার্ডওয়্যার’। ছবি: সংগৃহীত।

ঋতুভেদে পাল্টায় ফ্যাশন। আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সাজের ধরনধারণ বদলাতে থাকে। কখনও সখনও কোনও বিশেষ ঋতুর সাজে এমন নতুন কিছু উদয় হয়, যা আগে কখনও দেখা যায়নি বা বহু যুগ আগে এমন সাজগোজের প্রচলন ছিল। এ ভাবেই নতুন নতুন ফ্যাশনের ধারার জন্ম হয়। বর্তমানে এই ভ্যাপসা গরমেও তাই আবহাওয়া বুঝে সাজছেন সকলে। কেউ টেনে চুল বাঁধছেন, কেউ খোঁপা, কেউ বা বিনুনি করছেন, আবার কেউ খানিক খুলে রেখে বাকি চুল বাঁধছেন। এমন সাজের হাত ধরেই কেশসজ্জার নতুন ধারার সূত্রপাত হল। নামকরণ হল, ‘হেয়ার হার্ডওয়্যার’। গ্রীষ্মের ফ্যাশনে নতুন ট্রেন্ড। এই ঋতুতে পার্টির নিমন্ত্রণ থাকলে এই কেশসজ্জাই আপনাকে রক্ষা করতে পারে।

Advertisement
গ্রীষ্মের ফ্যাশনে নতুন ট্রেন্ড।

গ্রীষ্মের ফ্যাশনে নতুন ট্রেন্ড। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় এই কেশসজ্জায় ধাতব ক্লিপ, স্ফটিকের পিন, ধাতব ববি পিন, স্কাল্পচারাল ব্যারেট ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। নাতাশা পুনাওয়ালা থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ইতিমধ্যেই দেশবিদেশের তারকারা এই ট্রেন্ড অনুসরণ করা শুরু করে দিয়েছেন। মাথার পিছনের বা পাশের খোঁপা, আলগা ঢেউখেলানো চুল, উঁচু পনিটেল, বিভিন্ন রকম চুলেই এই সরঞ্জামগুলি ব্যবহার করা যায়।

নাতাশা পুনাওয়ালা থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ইতিমধ্যেই দেশবিদেশের তারকারা এই ট্রেন্ড অনুসরণ করা শুরু করে দিয়েছেন।

নাতাশা পুনাওয়ালা থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ইতিমধ্যেই দেশবিদেশের তারকারা এই ট্রেন্ড অনুসরণ করা শুরু করে দিয়েছেন। ছবি: সংগৃহীত।

কেবল ধাতু কেন, হিরে বা মুক্তো বসানো কেশসজ্জার সরঞ্জামও বেছে নিতে পারেন ‘হেয়ার হার্ডওয়্যার’-এর রীতিতে সাজতে চাইলে। পনিটেল বা খোঁপার চারপাশে বাঁধার জন্য স্টেটমেন্ট হার্ডওয়্যারের টুকরোও ব্যবহার করুন। তা ছাড়া রয়েছে লোগো ক্লিপ, যা বিনুনির সঙ্গে সুন্দর মানাবে। এ ছাড়া ধাতব ব্যান্ড হয়, যা দিয়ে পনিটেল বাঁধা যায়।

আগে চুলের সঙ্গে সরঞ্জাম মিশিয়ে অদৃশ্য করে দেওয়ার চল ছিল। কালো চুলের সঙ্গে মিলিয়ে কালো ব্যান্ড, কালো ক্লিপ নয়, এখনকার দিনের সাজে বৈপরিত্য, অস্বস্তিই স্থান পায় বার বার।

Advertisement
আরও পড়ুন