Nighttime skin care tips

রাতে রূপচর্চার ৫ ধাপে উধাও হবে ব্রণ-ফুস্কুড়ি, ত্বক হবে তারকাদের মতো ঝলমলে

সারা দিন ব্যস্ত থাকেন। রূপচর্চা সে ভাবে করা হয় না। সারা দিনের ব্যস্ততায় ত্বকের পরিচর্যার সময় হয় না। রাতেও মোবাইল নিয়ে ব্যস্ত। তার চেয়ে বরং ১৫ মিনিট সময় রূপচর্চায় দিলে ত্বক ঝলমল করবে । ধাপে ধাপে শিখে নিন পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৯:৩৬
রাতে রূপচর্চার ৫ ধাপ শিখে নিন।

রাতে রূপচর্চার ৫ ধাপ শিখে নিন। ছবি: ফ্রিপিক।

সারা দিনের ব্যস্ততায় নাওয়া-খাওয়ার সময় নেই। ত্বকের পরিচর্যা না হয় না-ই হল। ঘুম ভেঙে উঠে সেই যে রোজের যুদ্ধ শুরু হয়েছে, বিশ্রাম একেবারে রাতে। প্রতি দিনের এই ছুটে চলায় সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ত্বক ও চুল। দিনভর ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠছে চোখে-মুখে। সারা দিন যদি ত্বকের পরিচর্যা না-ও করেন, রাতে বাড়ি ফিরে ত্বকের যত্ন নিতেই হয়। রাস্তার ধুলো, ময়লা, মেকআপ মুছে ফেললে ত্বকেরও খানিক স্বস্তি হয়। কিন্তু শুধু তো মুখ ধুলে হবে না, বিশেষ পরিচর্যাও করতে হবে। সারা দিনে ত্বকের খেয়াল রাখতে না পারলেও রাতে এটুকু যত্ন ত্বকের প্রাপ্য।

Advertisement

ধাপে ধাপে জেনে নিন রূপরুটিন

ক্লিনজ়িং

শুরুটা করুন ত্বক পরিষ্কার করা দিয়ে। আগে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। বাইরে বেরোলে তো বটেই, সারা দিন বাড়িতে থাকলেও কিন্তু ত্বকে তেল, ঘাম ইত্যাদি জমা হয়। আর যদি মেকআপ করেন, তা হলে সেটা তোলাও জরুরি। প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে ভাল ভাবে মেকআপ তুলে নিন। নাকের দু’পাশ, চোখের তলা ভাল করে মুছবেন। তার পর সামান্য অলিভ তেল নিয়ে মুখে মাসাজ করুন।

ফেসপ্যাক

যদি সময় থাকে তা হলে ঘুমোনোর আগে ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন। গোলাপ জল এবং মুলতানি মাটি (স্বাভাবিক এবং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে) কিংবা টক দই, মধু এবং পাকা কলা (শুষ্ক ত্বকের ক্ষেত্রে) একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এই প্যাক লাগাতে পারেন।

টোনার

ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করলে দেখবেন ব্রণ, ফুসকুড়ি, র‌্যাশের সমস্যা দূর হবে। ত্বকের ধরন অনুযায়ী টোনার বাছুন। তৈলাক্ত ত্বকে নিম, তুলসী, টি-ট্রি অয়েল, গ্রিন টি সমৃদ্ধ টোনার খুব ভাল কাজ করে।

ময়েশ্চারাইজ়ার

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে, মুখ ভিজে থাকা অবস্থাতেই ত্বকে অল্প ময়েশ্চারাইজ়ার লাগান। ১৫-২০ মিনিট রেখে তুলো দিয়ে আলতো করে মুছে নিন। মুখের পাশাপাশি গলায় এবং ঘাড়েও ময়েশ্চারাইজ়ার লাগান। হাত, পায়ের পাতা, হাঁটু, কনুইতে ময়েশ্চারাইজ়ার লাগাতে যেন ভুলবেন না।

আই প্যাচ

সারাদিনের পরিশ্রমে চোখের নীচে কালি পড়ে যায় সহজে। গ্রিন টি এবং ক্যাফিন দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। চোখের নীচে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তার পর ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন