Madhuri Dixit

মাধুরীর ব্যস্ত জীবনের অনেকটাই কাটে শুটিংয়ে, বাইরে বেরোলে অভিনেত্রীর ব্যাগে থাকে কার ছবি?

অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ব্যাগে থাকে একাধিক জিনিস। বাড়ির বাইরে বেরোলে বা শুটিংয়ে থাকলে তাই অভিনেত্রীর সমস্যা হয় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭
Bollywood actress Madhuri Dixit shares what she carries in her bag

অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত।

তারকাদের সঙ্গের ব্যাগ নাকি কখনও খালি থাকে না। সারা দিন তাঁদের ব্যস্ততার মধ্যে কাটে। তাই শুটিংয়ে বা রাস্তায় বেরোলে প্রায় ‘সংসার’ নিয়েই তাঁদের বেরোতে হয়। বাড়ির বাইরে পা রাখলে অভিনেত্রী মাধুরী দীক্ষিত সঙ্গে কী কী রাখেন?

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাধুরী এই প্রসঙ্গে নানা কথা জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে হয়, আমি বেশি জিনিসপত্র সঙ্গে রাখি না। কিন্তু আমাদের দলের সদস্যেরা মনে করেন যে, আমি প্রচুর জিনিস নিয়ে ঘুরি!’’ মাধুরী জানিয়েছেন, তাঁর ব্যাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল পেপার ন্যাপকিন। কারণ, গাড়িতে সফরের সময় কিছু পড়ে গেলেই সেটির প্রয়োজন হয়। এ ছাড়াও একাধিক জিনিস সঙ্গে রাখতে পছন্দ করেন মাধুরী। অভিনেত্রীর কথায়, ‘‘নখের সৌন্দর্য নিয়ে আমি খুঁতখুঁতে। তাই আমার সঙ্গে নেল কিট থাকে।’’

মাধুরী এখনও ফিট থাকতে পছন্দ করেন। তাই সঙ্গে থাকে স্বাস্থ্যকর খাবার। সেটে ভাজাভুজির পরিবর্তে মাধুরী সঙ্গে শুকনো ফলের মিশ্রণ রাখেন। একই সঙ্গে শৌচালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিনেত্রীকে ভাবায়। তাই সঙ্গে থাকে স্যানিটাইজ়ার স্প্রে। মাধুরীর কথায়, ‘‘বাথরুম নিয়ে আমার একটা দুশ্চিন্তা থেকেই যায়। তাই সতর্ক থাকি।’’

এ ছাড়াও অভিনেত্রী সঙ্গে রাখেন, ময়েশ্চারাইজ়ার, লিপস্টিক, সুগন্ধী একটি ডায়েরি এবং প্রয়োজনীয় ওষুধপত্র। উল্লেখ্য, স্বামী শ্রীরাম নেনের একটি ছবিও অভিনেত্রীর ব্যাগে রাখা থাকে। মাধুরী হেসে বলেছেন, ‘‘ছবিটা আছে। কিন্তু কেন, তা জানি না।’’

Advertisement
আরও পড়ুন