Eye Care

Sty Remedies: ঘন ঘন চোখে আঞ্জনি হচ্ছে? ঘরোয়া উপায়ে কমাবেন কী করে

কী ভাবে আঞ্জনির সমস্যা কমাবেন? তার জন্য কি প্রচুর ওষুধ দরকার?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৯:২৬
আঞ্জনির সমস্যা কমাবেন কী করে?

আঞ্জনির সমস্যা কমাবেন কী করে? ছবি: সংগৃহীত

আঞ্জনি এমন কিছু বিরল সমস্যা নয়। চোখের পাতায় ছোট ছোট ফোঁড়া বা গোটা বেরোলে, তাকেই আঞ্জনি বলে। বেশির ভাগ মানুষেরই এই সমস্যা হয়।

আঞ্জনি তেমন বড় কোনও সমস্যা না হলেও, দীর্ঘ দিন ফেলে রাখলে এটি বড় আকার নিতে পারে। তাতে চোখের মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। তাই আঞ্জনি হলেই দ্রুত ব্যবস্থা নিন।

কিন্তু কী ভাবে আঞ্জনির সমস্যা কমাবেন? তার জন্য কি প্রচুর ওষুধ দরকার? মোটেই না। কিছু ঘরোয়া উপায়েই কমিয়ে ফেলা যায় এই সমস্যা। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক আঞ্জনির কারণ।

Advertisement

• চোখে ময়লা জমা

• অপরিষ্কার জল চোখে দেওয়া

• সবচেয়ে বড় কারণ চোখের পাতার কোনও গ্রন্থির সংক্রমণ

• চোখের পাতার কোনও গ্রন্থির মুখে তেল জমা

এ বার দেখে নেওয়া যাক এই সমস্যা কমানোর ঘরোয়া উপায়

• রুমাল বা নরম কাপড়ে ভাপ দিন। তার পরে সেটি চোখের উপর ধরুন। এতে ব্যাকটিরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। দ্রুত ব্যথা কমবে।

• চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েলও লাগাতে পারেন। এটিও সংক্রমণকারী ব্যাকটিরিয়া মেরে ফেলে। ফলে সংক্রমণ কমে।

• এর চেয়ে সহজ উপায় হল পেয়ারা পাতা দিয়ে এই সমস্যা কমানো। পেয়ারা পাতাও আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটিরিয়াদের মারতে পারে। এই পাতা শুকনো কড়াইয়ে অল্প গরম করে নিন। তার পরে নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় বোলান। আঞ্জনির সমস্যা কমবে।

Advertisement
আরও পড়ুন