commute productivity tips

নিজের জন্য সময় নেই! বাড়ি থেকে অফিসের পথেই গুছিয়ে নেওয়া যায় জীবন, রইল ৫ পরামর্শ

সারাটা দিন ব্যস্ততায় কাটে। তবে পরিকল্পনা করলে বাড়ি থেকে অফিসের পথেই নানা কাজ সেরে ফেলা যায়। নিজের জন্য আলাদা করে সময়ও বের করা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৭:১৪
Follow these 5 smart ways to make your daily commute more productive

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

পরিকল্পনা না থাকলে দিনের ২৪ ঘণ্টাও কম মনে হতে পারে। অনেক সময়েই ব্যস্ততার কারণে চোখের নিমেষে সারা দিন কেটে যায়। কিন্তু তার পর খেয়াল হয়, কত কাজ বাকি থেকে গিয়েছে। সকালে বাড়ি থেকে অফিস যাওয়ার পথের সময়কে চাইলেই ব্যবহার করা যায়। সেরে নেওয়া যায় বেশ কিছু কাজ। চাইলে এই সময়ে নিজের কর্মক্ষমতাও বাড়ানো সম্ভব।

Advertisement

১) দিনের পরিকল্পনা: সকালে ঘুম থেকে উঠেই ব্যস্ততা। ফলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়া। কিন্তু সারা দিনের একটি পরিকল্পনা তৈরি না থাকলে নানা কাজ ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অফিস যাওয়ার পথে সারা দিনের পরিকল্পনা মনের মধ্যে করে নেওয়া যেতে পারে। প্রয়োজনে তা ফোনে বা ডায়েরিতে লিখেও রাখা যায়।

২) পডকাস্ট এবং অডিয়োবুক: অফিস যাওয়ার পথে সাধারণত অনেকের ক্ষেত্রেই মোবাইল সঙ্গী। আর সময় কাটানোর উপায় পছন্দের প্লেলিস্ট বা সমাজমাধ্যমের রিল। কিন্তু চাইলে তার পরিবর্তে এই সময়ে কোনও পডকাস্ট বা অডিয়োবুক শোনা যেতে পারে। তার ফলে নিজের জ্ঞানও বাড়বে, যা দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করে তুলবে।

৩) নতুন ভাষা: সাধারণত কোনও ব্যক্তি দু'টি থেকে তিনটি ভাষা জানেন। কিন্তু বেশি ভাষা জানা থাকলে তা ভবিষ্যতে কাজে আসতে পারে। অনলাইনে ভাষা শিক্ষার বিভিন্ন কোর্স বিনামূল্যে পাওয়া যায়। অফিস যাওয়ার পথে তা শুনলে সহজেই একটি নতুন ভাষা শিখে নেওয়া সম্ভব।

৪) সংবাদের গুরুত্ব: ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত সংবাদের খোঁজ রাখেন না। অথচ সংবাদ পড়লে বা দেখলে ব্যবহারিক জীবনে নানা সুবিধা হতে পারে। তাই অফিস যাওয়ার পথে সংবাদপত্রে চোখ বোলানো যেতে পারে। কেউ যদি গাড়ি চালিয়ে অফিস যান, তাঁরা খবরের বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন।

৫) কাজ সেরে রাখা: সঙ্গে মোবাইল থাকলে গুরুত্বপূর্ণ মেসেজ, ইমেলের উত্তর দেওয়া যায়। তার ফলে অফিসের চাপ কমবে। বাড়ির কোনও প্রয়োজনীয় কাজের জন্য কারও সঙ্গে কথা বলতে হলে (রাজমিস্ত্রী, ওষুধ বিক্রেতা বা পরিচারিকা) অফিস যাওয়ার পথে তা সেরে নেওয়া যায়। দৈনন্দিন নানা সাংসারিক কাজ থাকে। সেগুলি এই সময়ে করে নিতে পারলে অফিস থেকে বাড়ি ফেরার পরে চাপ অনেকটাই কমবে।

Advertisement
আরও পড়ুন