Fashion

২.৫ লাখ টাকার কুর্তা বিক্রি করছে গুচ্চি? এ তো ৫০০ টাকায় পাওয়া যায়, কটাক্ষ নেটাগরিকদের

ভারতীয় পোশাক থেকে অনুপ্রাণীত ‘গুচ্চি’র নতুন কাফতানের পশরা। কিন্তু দাম দেখে হেসে গড়িয়ে পড়লেন নেটাগরিকরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৭:৫৩
‘গুচ্চি’র ২.৫ লাখ টাকার কাফতান।

‘গুচ্চি’র ২.৫ লাখ টাকার কাফতান। ছবি: গুচ্চির ওয়েবসাইট থেকে।

আড়াই লাখ টাকা! একটা কুর্তির দাম? চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। তারপর উঠছে হাসির রোল। তাঁদের মতে, এই একই জিনিস যে কোনও ভারতীয় দোকানে ৫০০ টাকায় পাওয়ার যাবে। দরদাম করলে আরও কম হতে পারে! এই যাতীয় মন্তব্যে ভরে যাচ্ছে ইতালীর বিলাশবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘গুচ্চি’র সামাজিক পাতায়।

১৯৯৬ সাল থেকে ভারতীয় বা এশিয় পোশাক কাফতানের মতো পোশাক তৈরি করছে ‘গুচ্চি’ও। এবারও তাঁদের নতুন পশরায় রয়েছে তেমন কিছু কাফতান। দেখতে অনেকটাই ভারতীয় কুর্তার মতো। এই পোশাকগুলোর দাম ২১০০-৩৫০০ ডলার। ভারতীয় অর্থে যার মূল্য ১.৫ থেকে ২.৫ লাখ টাকা! এমন পোশাকের এত দাম দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। কিন্তু তাঁরাও ইয়ার্কি মারতে পিছপা হননি। একের পর এক টুইট ভরে গিয়েছে ‘গুচ্চি’কে কটাক্ষ করে।

Advertisement
Advertisement
আরও পড়ুন