shoe-cleaning hacks

খুদের সাদা জুতো কিছুতেই পরিষ্কার হয় না? ৩ উপায় মেনে চললেই হবে মুশকিল আসান

স্কুলের সাদা জুতো পরিষ্কার না হলে খুদেকে বকুনি শুনতে হয়। স্কুলের সাদা স্পোর্টস শু পরিষ্কার করা মোটেই সহজ কাজ নয়। কিছু নিয়ম মেনে চললে স্নিকার্স হোক বা কেড‌্‌স— সাদা রঙের উজ্জ্বলতা বজায় থাকবে নতুনের মতো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
সাদা জুতো পরিষ্কার করার সহজ টোটকা জেনে নিন।

সাদা জুতো পরিষ্কার করার সহজ টোটকা জেনে নিন। ছবি: সংগৃহীত।

তরুণী-তরুণীদের সাজপোশাকে সাদা জুতোর কদর বরাবরি ছিল। ডেনিম, শার্ট আর একটা সাদা স্নিকার্স পরে নিলেই হল, ভিড়ের মাঝে নজর কাড়তে আর কী চাই! তবে সাদা স্নিকার্সের যত্নআত্তি করা মোটেও সহজ নয়। কেবল স্নিকার্সের বেলাতেই নয়, স্কুলের সাদা স্পোর্টস শু পরিষ্কার করাও সহজ কাজ নয়। কিছু নিয়ম মেনে চললে স্নিকার্স হোক বা কেড‌্‌স— সাদা রঙের উজ্জ্বলতা বজায় থাকবে নতুনের মতো।

Advertisement

১) বাসন মাজার তরল সাবান ও বেকিং সোডার মিশ্রণ সাদা জুতো পরিষ্কার রাখার জন্য খুবই কার্যকর। এক চামচ বেকিং সোডার সঙ্গে দেড় চামচ সাবান মিশিয়ে জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার জুতো কাচার সরঞ্জাম হিসেবে সেটিই ব্যবহার করুন। প্রথমে জলে ধুয়ে ব্রাশ দিয়ে ঘষে প্রাথমিক ময়লাটুকু তুলে নিন। তার পর এই মিশ্রণ জুতোয় মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। এর পর হোয়াইটনার বা শু কালার লাগিয়ে নিন জুতোয়।

২) জুতো পরিষ্কার করতে টুথপেস্টও বেশ কার্যকর। জুতোর যে অংশে দাগ লেগেছে, সেই অংশে একটু পেস্ট মাখিয়ে মিনিট ১৫ রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ঘষলেই উঠে যাবে জেদি দাগ।

৩) প্রতি দিন বাড়ি ফিরে সাদা কেড্‌স বা স্নিকার্সের সোল থেকে ময়লা পরিষ্কার করে নিন। একটি টুথব্রাশে সাবানজল দিয়ে ঘষে তুলে দিন সোলে লেগে থাকা কাদা, নোংরা। জুতোর ফিতেও নিয়মিত পরিষ্কার করুন। সরাসরি সূর্যের আলোয় জুতো শুকোতে দেবেন না, তা হলে জেল্লা চলে যায় সাদা জুতোর।

Advertisement
আরও পড়ুন