Remedies for Termites

উইপোকার সমস্যায় জেরবার? হাজার হাজার টাকা ব্যয় করতে হবে না, বিনা খরচেই হবে মুশকিল আসান

অনেকেরই ধারণা, কেবল স্যাঁতসেঁতে দেওয়ালের কারণেই বোধ হয় উইপোকা বাসা বাঁধে। তাই বাড়িতে প্লাস্টার করার সময় স্যাঁতসেঁতে ভাব প্রতিরোধক রাসায়নিকও মেশানো হয়। তবে এর সঙ্গে লড়তে গেলে ধারাবাহিক কিছু অভ্যাস আয়ত্তে রাখতে হয়। জানেন সে সব কী কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১২
বাড়িতে উইপোকার আক্রমণ ঠেকাবেন কী করে?

বাড়িতে উইপোকার আক্রমণ ঠেকাবেন কী করে? ছবি: শাটারস্টক।

দেওয়াল হোক বা দরজা-জানালা, বইয়ের তাক হোক বা সোফা— বাড়ির আনাচ-কানাচে আচমকাই হামলা করে উইপোকা। এই পোকা একবার ঘরে ঢুকলে তাদের মারা বেশ কঠিন। রাসায়নিক স্প্রে করলে কিছু দিনের জন্য হয়তো নির্মূল হয়, তবে আবার ফিরে আসে। আসলে অনেক সময় কিছু বুঝে ওঠার আগেই সেঁধিয়ে যায় পোকা। উইপোকা ঘরদোরের বেশি ক্ষতি করার আগেই সেগুলিকে তাড়ানো জরুরি।

Advertisement

অনেকেরই ধারণা, কেবলমাত্র স্যাঁতসেতে দেওয়ালের কারণেই বোধ হয় উইপোকা বাসা বাঁধে। তাই বাড়িতে প্লাস্টার করার সময় স্যাঁতসেতে ভাব প্রতিরোধক রাসায়নিকও মেশানো হয়। কিন্তু এ সব উপায় মেনেও উইপোকার আক্রমণ পুরোপুরি ঠেকাতে পারা যায় না। বরং এর সঙ্গে লড়তে গেলে ধারাবাহিক কিছু অভ্যাস আয়ত্তে রাখতে হয়। জানেন সে সব কী কী?

১) যে দেওয়ালে উইপোকার আক্রমণ বেশি, সেখানে কর্পূরের গুঁড়ো ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। ৪-৫ দিন অন্তর তা লাগিয়ে রাখুন দেওয়ালের কোণায়।

২) নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। বইয়ের আলমারির তাকে, বা কাঠের আসবাবের কোণায় মাঝেমাঝেই ছড়িয়ে দিন তা। নিমপাতার গন্ধ উইপোকা সহ্য করতে পারে না। কাগজপত্র দীর্ঘ দিন একই জায়গায় ফেলে রাখবেন না। মাঝেমাঝেই তা নাড়াচাড়া করুন। রীতিমতো নাড়াচাড়া করা হয়, এমন জায়গায় কখনও বাসা বাঁধে না উইপোকা।

৩) নুন দিয়েই হতে পারে কামাল। বেশ খনিকটা নুনের সঙ্গে জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার যে সব কাঠের আসবাবে উইপোকা বাসা বেঁধেছে সেগুলি মুছে নিন নুনজল দিয়ে। কয়েক দিন এই কাজ করতে পারলে হাতেনাতে পাবেন ফল।

৪) কালোজিরে যে কোনও কীটপতঙ্গ দমনে ওস্তাদ। বিশেষ করে বই কাটে যে সব পোকা, তাদের ক্ষেত্রে কালোজিরে খুব ভাল সমাধান। প্রতিটা বইয়ের নানা পাতার ভাঁজে অল্প কয়েকটা কালোজিরে রাখুন। ফল মিলবে হাতেনাতে।

৫) একটি স্প্রে বোতলে লেবু আর ভিনিগারের মিশ্রণ ভরে উইপোকা আক্রমণ করেছে, বাড়ির এমন সব জায়গায় ভাল করে ছিটিয়ে নিন। অল্প খরচেই মুক্তি পাবেন বড় সমস্যা থেকে।

Advertisement
আরও পড়ুন