Tea Leaves for Cleaning Utensils

চা স্বাস্থ্যের জন্য ভাল, কিন্তু তা বাসন মাজতেও কাজে লাগে! চায়ের পাতা দিয়ে বাসন মাজলে কী হয়?

চা বানানোর পরে ছাঁকনিতে ছেঁকে নেওয়া পাতা ফেলে না দিয়ে তা ব্যবহার করা যেতে পারে বাসন পরিষ্কার করার জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২০:২৫

ছবি : সংগৃহীত।

চা খেলে স্বাস্থ্য ভাল থাকে। চা পাতা দিয়ে ত্বকের পরিচর্যাও করেন অনেকে। আবার চায়ের ব্যবহার করা পাতা গাছের সার হিসাবেও ব্যবহার করা হয়। কিন্তু এর বাইরেও চায়ের পাতার আরও অনেক উপকারিতা রয়েছে। চা বানানোর পরে ছাঁকনিতে ছেঁকে নেওয়া পাতা ফেলে না দিয়ে তা ব্যবহার করা যেতে পারে বাসন পরিষ্কার করার জন্য।

Advertisement

বিশেষ করে তেল মশলা যুক্ত রান্না করার পরে কড়াইয়ে যে তেল চিটে দাগ লেগে থাকে, তা শুধু সাবান বা বাসন মাজার জালি দিয়েও উঠতে চায় না অনেক সময়ে। সে ক্ষেত্রে কাজে লাগতে পারে ওই ফেলে দেওয়া চা পাতা।

কী ভাবে ব্যবহার করবেন?

১। প্রথমে ২ -৩ টেবিল চামচ ব্যবহার করা চা পাতা নিন।

২। পুড়ে যাওয়া কড়াই বা তাওয়ায় পোড়া অংশটুকু ঢাকা পড়ার মতো জল দিন।

৩। এ বার ওই চায়ের পাতা জলে দিয়ে পোড়া অংশটি ঢেকে দিন।

৪। পাত্রটিকে আঁচে বসিয়ে ১০ মিনিট মতো মাঝারি আঁচে বসান। জল ফুটে উঠতে দিন।

৫। আঁচ বন্ধ করে হাত দেওয়ার মতো ঠান্ডা হতে দিন।

৬। এর পরে সাধারণ বাসন মাজার জালি দিয়ে ঘষলেই পোড়া দাগ সহজে উঠে যাবে।

Advertisement
আরও পড়ুন