বড় বড় শোয়ার ঘর, বড় দালান, খোলা উঠোন— এ সব এখন অতীত। কর্মসংস্থানের জন্য, সুযোগ সুবিধা পেতে গ্রামাঞ্চলের মানুষও এখন শহরবাসী। বাসস্থান বলতে দুই বা তিন কামরার ফ্ল্যাট। শোয়ার ঘরও তেমন বড় হয় না আজকাল। কিন্তু ঘর বড় না হলে কী হবে, জিনিসপত্রের কমতি নেই। ছোট্ট আস্তানায় কী ভাবে রাখবেন সে সব? জেনে নিন, ছোট ঘরে বাড়তি জিনিস রাখার কৌশল।
বক্স খাট
বক্স খাট বা হাইড্রোলিক সুবিধা যুক্ত খাট কিনলেও, কম্বল, বালিশ, মশারি-সহ অনেক কিছুই তার পেটের ভিতরে পুরে দিতে পারেন। ইদানীং অর্ধেক দেরাজ এবং অর্ধেকটা হাইড্রোলিক সিস্টেমের সুবিধাযুক্ত খাট মেলে। এতে খাটের একাংশ হাতল ধরে একটু চাপ দিয়ে উপরে টানলেই সহজে উঠে আসে। ফলে বড় খাট হলে, পুরো জায়গাটি জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা যায়।
খাটের দু’পাশে টেবিল
ঘর সুন্দর লাগবে, জিনিসপত্রও রাখা যাবে। বিছানার পাশে এমন টেবিল খুবই কাজের। ছবি: সংগৃহীত।
খাটের দু’পাশে মানানসই দেরাজযুক্ত টেবিল রাখলে, প্রয়োজনীয় অনেক কিছুই সেখানে ভরে ফেলা যায়। বর্গাকার কিংবা দেওয়াল সংলগ্ন দেরাজ দেওয়া লম্বা টেবিল করতে পারেন। চাইলে চার পায়া যুক্ত টেবিলও করতে পারেন। এতে মেঝে মোছার অসুবিধা হয় না, অথচ টেবিলের উপর ল্যাম্পশেড, ঘর সাজানোর জিনিস রাখা যায়। আবার দেরাজের ভিতরে ওষুধ, দরকারি কাগজ, জিনিসপত্র রাখার সুবিধা হয়।
গদিওয়ালা বেঞ্চ
খাটের ঠিক সামনের অংশে গদিওয়ালা বেঞ্চ রাখতে পারেন। এই জায়াগাটি যেমন বসার জায়গা হিসাবে কাজে লাগবে, তেমনই এর নীচের অংশটি ঘিরে দিলে, ভিতরে জিনিসপত্রও রাখা যাবে।