Shampoo For Mealy Bug

শখের গাছে পোকার হানা? শ্যাম্পুর একটি পাতাই করবে সমাধান, জেনে নিন গাছ বাঁচানোর পদ্ধতি

পোকার হানা থেকে গাছ বাঁচাতে সহজ উপায় কীটনাশক প্রয়োগ। তবে তা যেমন পরিবেশ বান্ধব নয়, তেমন মানুষের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। বদলে এমন সমস্যার সমাধান হতে পারে ছোট্ট একটা শ্যাম্পুর পাতাতেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:৩৪
পোকার হামলা থেকে গাছ বাঁচাবে শ্যাম্পু!

পোকার হামলা থেকে গাছ বাঁচাবে শ্যাম্পু! ছবি: সংগৃহীত।

গাছের পাতার পিছনের দিকে অনেক সময় সাদা গুঁড়োর মতো দেখা যায়। কখনও কখনও সাদা তুলোট ছোপের মতো হয়ে থাকে। এ সবই হতে পারে মিলি বাগের আক্রমণে। বিভিন্ন গাছে মাকড়সা, মিলিবাগের আক্রমণ স্বাভাবিক ব্যাপার। তবে সময়ে সতর্ক না হলে তা থেকে সমস্ত গাছই নষ্ট হয়ে যেতে পারে। উদ্যানপালকেরা বলছেন, ছোট ছোট কীট পুরো বাগান ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। গাছও মারা যেতে পারে এতে।

Advertisement

পোকার হানা থেকে গাছ বাঁচাতে সহজ উপায় কীটনাশক প্রয়োগ। তবে তা যেমন পরিবেশবান্ধব নয়, তেমন মানুষের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। বদলে এমন সমস্যার সমাধান হতে পারে ছোট্ট একটা শ্যাম্পুর পাতাতেই।

এক লিটার জলে একটা শ্যাম্পুর পাতা কেটে ঢেলে দিন। শ্যাম্পু গুলে মিশ্রণটি স্প্রে বোতলে ভরে গাছের পাতায় স্প্রে করুন। শ্যাম্পুতে থাকা রাসায়নিকই মিলিবাগকে ধ্বংস করবে।

তবে উপায় আছে আরও। নিম তেলও স্প্রে করা যায়। এক লিটার জলে কয়েক ফোঁটা তরল সাবান গুলে নিন। সেই জলে ৩০ মিলিলিটার নিমে তেল মিশিয়ে তা পোকা আক্রান্ত গাছের পাতায়, ডালে স্প্রে করুন। এতেও কাজ হবে।

কখন কীটনাশকের প্রয়োজন হয়?

• পোকা পুরো গাছে ছড়িয়ে গেলে।

• ঘরোয়া উপায়ে কাজ না হলে।

• দ্রুত সেই পোকা এক গাছ থেকে বাগানের অন্য গাছে ছড়িয়ে পড়লে।

Advertisement
আরও পড়ুন