Jade Plant Flower

জেড প্ল্যান্টে ফুলও ফোটে! কেমন হয় তা, কখনই বা গাছে ফুল আসে?

জেড প্ল্যান্ট ঘরে থাকে বছরের পর বছর। এই গাছে কখনও ফুল ফুটতে দেখেছেন? জানেন কি ফুল হয় জেড প্ল্যান্টেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫
জেড প্ল্যান্টে ফুল ফুটতে দেখেছেন কখনও?

জেড প্ল্যান্টে ফুল ফুটতে দেখেছেন কখনও? ছবি:ফ্রিপিক।

ঘর সাজাতে ব্যবহার হয় জেড প্ল্যান্ট। ছোট ছোট মোটা পাতার গাছটি অন্দরসজ্জায় বেশ জনপ্রিয়। কিন্তু এই গাছে কখনও ফুল ফুটতে দেখেছেন কি? এ প্রশ্ন শুনে কেউ কেউ অবাকই হতে পারেন। বাড়িতে বছরের পর বছর সতেজ থাকলেও, জেড প্ল্যান্টে ফুল দেখেননি অনেকেই।

Advertisement

তবে সাকুলেন্ট জাতীয় এই উদ্ভিদে ফুলও আসে। জেড প্ল্যান্ট ৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বেঁচে থাকে ৫০-১০০ বছর পর্যন্ত। কখনও কখনও তাতে ফুল ধরে। সাদা ফুল দেখতে হয় ছোট তারার মতো।

জেড প্ল্যান্টে ফুল ধরে কখন?

অন্দরসজ্জায় এই গাছ রাখার চল থাকলেও ফুল ফোটে খুব কমই। দক্ষিণ আফ্রিকায় জেড প্ল্যান্টে ফুল ধরে শীতকালে। উত্তর মেরুতেও এই গাছে শীতে ফুল দেখা যায়।

কী ভাবে ঘরের গাছে ফুল ফুটবে?

১. জেড প্ল্যান্টে ফুল ফোটানো মোটেই সহজ কথা নয়। এর জন্য দরকার উপযুক্ত পরিবেশ এবং বেশ কিছু শর্ত। সময়ও প্রয়োজন যথেষ্ট। ফুল ফোটার জন্য গাছের বয়স অন্তত ৩-৪ বছর হওয়া দরকার।

২. এই গাছে ফুল ফোটার জন্য দিনে গরম এবং রাতে ঠান্ডার দরকার। আর্দ্রতাও এই গাছে ফুল ফোটার উপযোগী নয়। ঘরে আর্দ্রতা বেশি থাকাও ফুল না ফোটার কারণ হতে পারে। ফলে গাছে ফুল ফোটাতে গেলে আর্দ্রতার মাত্রা কম থাকা দরকার।

৩. টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জেড প্ল্যান্টে জল দিতে হয়। তবে ফুল আনতে চাইলে জল কম দিতে হবে।

৪. জেড প্ল্যান্ট অল্প আলোয় দিব্যি সতেজ থাকে। তবে ফুল ফোটাতে গেলে সূর্যালোক প্রয়োজন। জানলার পাশে রোদ এসে পড়ে, এমন জায়গায় অন্তত কয়েক ঘণ্টা গাছটিকে রাখতে হবে।

৫. গাছ বেড়ে ওঠার জন্য সারের প্রয়োজন। ৩-৪ মাস অন্তর সার প্রয়োগ করতে হবে।

Advertisement
আরও পড়ুন