Low Loght Plant Care Tips

ঘরে আলো-হাওয়া কম আসে? এমন বাড়িতে অন্দরসজ্জার গাছ বাঁচাবেন কী ভাবে?

সে ভাবে রোদ ঢোক না। এমন আবাসন বা ঘরেও বেড়ে উঠতে পারে গাছ। যত্নের নিয়মে কয়েকটি বদল দরকার। কী ভাবে কম আলোর বাড়িতে গাছ বড় হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৫
কম আলো-হাওয়া যুক্ত স্থানে গাছ বাঁচানোর কৌশল  কী?

কম আলো-হাওয়া যুক্ত স্থানে গাছ বাঁচানোর কৌশল কী? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গাছ বেড়ে ওঠার জন্য সূর্যালোক, জল, উপযুক্ত পরিবেশ খুবই জরুরি। কিন্তু ঘর যদি অন্ধকার হয়, প্রাকৃতিক আলো-হাওয়া কম আসে, তবে কি গাছ বাঁচানো সম্ভব?

Advertisement

কম আলোয় বড় হয় এমন গাছও আছে। সেই তালিকায় রয়েছে পিস লিলি, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, জ়েড। গাছ নিয়ে যাঁরা পরিচর্যা করেন তাঁরা বলেন, ঘর সাজানোর এই ধরনের গাছগুলি চড়া রোদ সহ্য করতে পারে না। তবে হালকা রোদ এসে পড়ে এমন স্থানই গাছ রাখার উপযুক্ত।

কম রোদ আসে এমন ঘরে গাছ বাঁচাতে হলে মেনে চলুন কয়েকটি কৌশল।

১। জানলার ধারে যেখানে তীর্যক ভাবে হলেও আলো আসে সেখানে গাছ রাখুন। প্রতি দিন গাছগুলি একটু করে ঘুরিয়ে দিন। এতে গাছের প্রতিটি পাতা আলো পাবে। ঘরে একেবারে আলো না এলে, বারান্দাতেও কয়েক ঘণ্টার জন্য গাছগুলি রেখে দিতে পারেন।

২। অন্ধকার স্যাঁতসেতে আবহে গাছে ছত্রাক হওয়ার ঝুঁকি দেখা যায়। বিশেষত গাছের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল না হলে এমন হতে পারে। এ ক্ষেত্রে মাটির উপর ছত্রাক ধরলে মাটির সেই অংশ তুলে ফেলে দিন। গাছের পাতা এবং কাণ্ডও ছেঁটে দিতে পারেন। অনেক সময় দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিলেও, ছত্রাক এড়ানো যায়।

৩। গাছে জল বেশি হয়ে গেলে বা মাটি ভিজে থাকলে গোড়া পচে যেতে পারে। ঝুঁকি এড়াতে টবের মাটিতে জল না দিয়ে টবের নীচে জল দিতে পারেন। কাপড়ের দড়ি দেওয়া টব পাওয়া যায় যেখানে টবের নীচে অতিরিক্ত একটি অংশে জল থাকবে। টবের নীচের দড়ি জলে ডুবিয়ে রাখলে মাটি প্রয়োজনে জল শোষণ করবে।

৪। সপ্তাহে একদিন করে টবের মাটি আলগা করে দেওয়া, পাতা ছেঁটে দেওয়া জরুরি। নিয়মিত গাছ দেখভাল করলে ছত্রাক, ব্যাক্টেরিয়ার আক্রমণ হচ্ছে কি না, তা ধরা

Advertisement
আরও পড়ুন