Peace Lily Plant Care

ধবধবে সাদা ফুলের পিস লিলি গাছটি কিনে এনেছেন ঘর সাজাতে, যত্ন নেবেন কী ভাবে?

ধবধবে সাদা ফুলের পিস লিলি গাছটি কিনে এনেছেন ঘর সাজাতে, যত্ন নেবেন কী ভাবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪২
ঘর সাজাবেন পিস লিলি গাছে। কিন্তু এর যত্ন কী ভাবে করবেন?

ঘর সাজাবেন পিস লিলি গাছে। কিন্তু এর যত্ন কী ভাবে করবেন? ছবি:ফ্রিপিক।

লম্বাটে গাঢ় সবুজ চকচকে পাতার সঙ্গে সাদা ফুলের যুগলবন্দি দারুণ লাগে। আর ঠিক সেই কারণেই ঘর সাজানোর জন্য অনেকেরই পছন্দ পিস লিলি। তবে শুধু সাদা নয়, গোলাপি, হলুদ রঙের ফুলও ফোটে এই গাছে। শখ করে তেমনই কয়েকটি গাছ কিনে এনেছেন। কিন্তু সপ্তাহখানেকেই মনে হচ্ছে পিস লিলি গাছটি কেমন নিস্তেজ হয়ে পড়ছে? কী ভাবে ঘরের কোথায় গাছটি রাখলে, ভাল ভাবে সেটি বেড়ে উঠবে। যত্নই বা করবেন কী ভাবে?

Advertisement

জানলার ধারে: পিস লিলি রাখুন জানলার ধারে বা এমন কোনও জায়গায় যেখানে হালকা সূর্যালোক এসে পড়ে। অন্দরমহলের গাছ হলেও পিস লিলির বেড়ে ওঠার জন্য সূর্যালোক জরুরি।

জল: পিস লিলি গাছে জল বেশি হয়ে গেলেই কিন্তু শুরু হবে সমস্যা। তাই জল দেওয়ার আগে দেখে নিন টবের মাটি শুকনো রয়েছে কি না। মাটি ভিজে থাকা অবস্থায় জল না দেওয়াই ভাল। খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যেন বেরিয়ে যায়। জলের পরিমাণ মরসুমভেদে ভিন্ন হয়। এ ছাড়া জল নিষ্কাশন ব্যবস্থা, মাটি, টবের অনেক কিছুর উপর নির্ভর করে কতটা জল দেওয়া দরকার। জলের মাপ ঠিক না হলে কিন্তু গাছের পাতা হলদে হয়ে যেতে পারে।

সার: সাধারণত এই গাছটির জন্য খুব বেশি যত্ন বা সারের দরকার হয় না। তবে ফুল ফোটার সময় কয়েক সপ্তাহ অন্তত তরল জৈব সার স্বল্প মাত্রায় প্রয়োগ করতে পারেন। এতে গাছের স্বাস্থ্য ভাল থাকবে।

কাটছাঁট: ফুল হয়ে শুকিয়ে গেলে তা ফেলে দেওয়া, এক মাস অন্তর গাছ ছাঁটা জরুরি। এতে গাছ ভাল বাড়বে। ফুল বেশি হবে।

বড় টব: গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে টবের বদলও দরকার। গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিকড় ছড়ানোর জায়গার প্রয়োজন হয়। বড় টবে গাছটি বসানোর সময় মাটির মান দেখা দরকার। মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে নিলে গাছের পুষ্টির অভাব হবে না। কিছুটা বালি যোগ করলে জল নিষ্কাশন পদ্ধতি ভাল থাকবে। জল জমে গোড়া পচে যাওয়ার ঝুঁকি কমবে।

অনেকের অভিযোগ থাকে পিস লিলির পাতা হলুদ হয়ে যাচ্ছে। নানা কারণে এটি হতে পারে। ঠিকমতো সূর্যালোক না পেলে, জলের পরিমাণ কম অথবা বেশি হলে, পুষ্টির অভাব হলে এমনটা হতে পারে। সে ক্ষেত্রে যত্নআত্তির সমস্ত শর্ত পূরণ হচ্ছে কি দেখা দরকার।

Advertisement
আরও পড়ুন