Gardening Tips

রং বাহারি ডালিয়া পেতে গাছের পুষ্টিও জরুরি, কোন ‘খাবার’-এ বড় ফুল ফুটবে গাছে?

গাছে বড় ফুল পেতে হলে ভাল খাবার দেওয়াও জরুরি। কোন সারে ডালিয়া গাছ দ্রুত বাড়বে, ভাল ফুল মিলবে জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮
ডালিয়া ফুল বড় হবে, কোন সার প্রয়োগে।

ডালিয়া ফুল বড় হবে, কোন সার প্রয়োগে। ছবি: সংগৃহীত।

শীতের ফুল মানেই ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা। কিন্তু গাছ করলেই হল না, তার সঠিক দেখভাল জরুরি। না হলে গাছ বড় হবে, ফুলও হবে, তবে তেমন বড় ফুল হবে না। মন ভোলানো ফুল পেতে তাই নজর দেওয়া দরকার সারে। মাটি থেকেই বেড়ে ওঠার পুষ্টিগুণ পায় গাছ। কোনও কারণে, মাটিতে প্রয়োজনীয় খনিজের অভাব হলে গাছের বৃদ্ধিতেও প্রভাব পড়ে। আবার উপযোগী খাবার পেলে গাছও বাড়ে দ্রুত।

Advertisement

ডালিয়া গাছের জন্য নাইট্রোজেন যুক্ত সার ভাল। তবে শুধু নাইট্রোজেন নয়, দরকার ফসফরাস এবং পটাশিয়ামও। নাইট্রোজেন গাছের পাতা এবং ডালের বৃদ্ধি ভাল ভাবে হতে সাহায্য করে। তবে ফুল এবং কুঁড়ির সংখ্যা বৃদ্ধি করতে হলে সঠিক মাত্রায় ফসফরাস, পটাশিয়ামও দরকার। রাসায়নিক সার ব্যবহার করতে হলে তিন উপকরণ মিলবে এমন সার বেছে নিতে পারেন। সারের মাত্রা বেশি হলে গাছ মরেও যেতে পারে। সবচেয়ে ভাল হয় নার্সারি বা অভিজ্ঞ উদ্যান পালকের কাছে জেনে নিয়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করলে।

প্রয়োগের পদ্ধতি: চারা রোপণের প্রায় এক মাস পর থেকে ফুল আসা শুরু না হওয়া পর্যন্ত ১৫-২০ দিন অন্তর এই সার প্রয়োগ করা যেতে পারে।

২. জৈব সার

জৈব সার মাটির গুণমান উন্নত করে এবং ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করে, যা ডালিয়ার জন্য খুবই উপকারী। গোবর সার বা কম্পোস্ট মাটির মিশ্রণ তৈরির সময় এবং পরে গাছের বৃদ্ধির সময় ব্যবহার করা যেতে পারে। পাতা পচা সারও মাটির মিশ্রণ তৈরির জন্য খুব ভালো।

সর্ষের খোল ডালিয়া গাছের জন্য অত্যন্ত ভাল একটি জৈব সার।

প্রয়োগের পদ্ধতি: সর্ষের খোল প্রথমে ৩-৫ দিন জলে ভিজিয়ে পচিয়ে নিতে হবে। এরপর সেই পচা খোল আরও বেশি জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। এটি কুঁড়ি আসার সময় থেকে ১০-১৫ দিন অন্তর ব্যবহার করা যেতে পারে।

৩. হাড় গুঁড়ো

এটি ফসফরাসের একটি ভালো উৎস।শিকড়ের বৃদ্ধি এবং ফুল ফোটাতে সাহায্য করে।

বড় ফুলের জন্য

বড় ফুল পেতে সঠিক কায়দায় ডাল, কুঁড়ি ছাঁটা দরকার। ডালিয়া গাছের মাঝে বড় কুঁড়ি রেখে বাকিগুলি কেটে ফেলে দিন। এতে একটি কুঁড়ি পুষ্টি পাবে, ফুলও বড় হবে। বেশি কুঁড়ি থাকলে ফুল অনেক হলেও আকারে ছোট হবে।

Advertisement
আরও পড়ুন